ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ জুন) ভোরে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের এতিমখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিএনজির যাত্রী লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাসেম, নারায়নপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া অপর নিহত ব্যাক্তি হচ্ছে ফেনী থানার দক্ষিণ ফরাদনগর গ্রামের আবুল খায়ের এর ছেলে নুরুল আলম।
জানা যায়, ভোর সকালে নবীনগর থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা কুমিল্লার কোম্পানীগঞ্জ যাওয়ার পথে এতিমখানা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ তিনজন নিহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশাটিকে পুলিশের জিম্বায় রাখা হয়েছে। তবে বাসের ড্রাইভার ঘটনাস্থল থেকেই পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং লাশগুলো ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
কেকে/ এমএস