বর্তমান প্রজন্মের জনপ্রিয় কথাসাহিত্যিক শফিক রিয়ান। দীর্ঘদিন ধরে লেখালেখি করলেও এই প্রথম নাটকে চিত্রনাট্য করছেন তিনি। আনিসুর রহমান রাজীবের নির্মাণে পার্থ শেখ ও তানিয়া বৃষ্টি অভিনীত ‘ক্যাফেতে ভালোবাসা’ নাটকের মাধ্যমে চিত্রনাট্যের যাত্রা শুরু করলেন শফিক রিয়ান।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ‘ক্যাফেতে ভালোবাসা’ নাটকটিতে আরো অভিনয় করেছেন শামীম মোল্লা, আনোয়ার শাহ, মৌশিখা, মারিয়া তাবাসসুম, অপর্ণা অর্না প্রমুখ।
‘ক্যাফেতে ভালোবাসা’ দেখা যাবে Versatile ইউটিউব চ্যানেলে।
কেকে/এএম