ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার (৩১ মে) সকালে উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
বৈরি আবহাওয়ার মধ্যেও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুছা, জেলা বিএনপির আইন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট মহসিন, সদস্য গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইবুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক এস এইচ জেড শুকড়ী সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আইয়ুম, যুবদল নেতা আবু কালাম, যুবদল নেতা ছফর আলী, কৃষকদলের নেতা বিল্লাল মিয়া, যুব বিষয়ক সম্পাদক মনিরুল আলমসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, “সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো দল নেই। যারা এসব অপকর্মে জড়িত, তারা জাতির শত্রু। বিএনপি কোনো সন্ত্রাসী কিংবা চাঁদাবাজকে আশ্রয়-প্রশ্রয় দেয় না এবং ভবিষ্যতেও দেবে না। সমাজ ও রাজনীতিকে কলুষমুক্ত করতে হলে সকলকে একযোগে এসব অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
তারা আরো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যারা দলের নাম ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলকে কলঙ্কমুক্ত রাখতে আমরা কোনো আপস করব না।”
বক্তারা আরো আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা ও ভোট ডাকাতির দায়ে জাতির কাছে দুষ্কৃতকারী শক্তি হিসেবে চিহ্নিত। এদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই।
কেকে/এআর