সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। এতে সকাল থেকে থেমে থেমে অতি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় কক্সবাজারের চকরিয়া উপজেলায় উজান থেকে মাতামুহুরী নদীতে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার বিস্তীর্ণ জনপদে বন্যার আভাস পরিলক্ষিত হচ্ছে। এ অবস্থায় সম্ভাব্য বন্যা ও সৃষ্ট ঘূর্ণিঝড় মোকাবিলায় নজরদারি বাড়াতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদের নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) বিকালে চকরিয়া উপজেলা পরিষদের হলরুম মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এ দুর্যোগ কমিটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোকাবিলায় বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়। যেসব গ্রামে বেড়িবাঁধ ঝুঁকিতে রয়েছে, সেসব এলাকার লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার সিদ্ধান্ত হয়। পাশাপাশি উপজেলার সব আশ্রয়কেন্দ্র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের মাঠ পর্যায়ে প্রস্তুত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিসের কর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যদেরও সজাগ থাকতে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি থাকার জন্য নির্দেশনা দেন ইউএনও আতিকুর রহমান।
একইসঙ্গে সৃষ্ট নিম্নচাপে নদীতে জোয়ারের প্রভাব ও বন্যার কারণে জনগণ যাতে দুর্ভোগের কবলে না পড়ে সেইজন্য আগেভাগে উপকূলীয় এলাকার স্লুইসগেট সমুহের জলকপাট খুলে দেওয়া হয়।
আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী ইফতেখারুল আলম, চকরিয়া থানার উপপরিদর্শক (এস আই) সঞ্জীব দে, রেডক্রিসেন্ট কর্মকর্তা মুনির চৌধুরী, আনসার ভিডিপি কর্মকর্তা তাহেরা বেগম, বিএমচর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মো: ইসমাইল মানিক, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু, কাকারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম, চিরিংগা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) আতাউল গনি পারভেজ, হারবাং ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের সদস্য মো: ওসমান গনিসহ এনজিও সংস্থার প্রতিনিধি, দুর্যোগ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস