গোলাকান্দাইল ইউপিতে ৪ কোটি সাড়ে ৭ লাখ টাকার বাজেট ঘোষণা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ১:৫২ পিএম

ছবি: খোলা কাগজ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত ৪ কোটি ৭ লাখ ৪১ হাজার ৩’শ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার ৪’শ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৮ লাখ ৮৪ হাজার ৯’শ টাকা।
বুধবার (২৮-মে) দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া এ বাজেট ঘোষণা করেন।
গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাকান্দাইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহম্মেদ মোল্লা, ইউপি সদস্য মোফাজ্জল হোসেন খোকন, বাচ্চু মিয়াসহ আরো অনেকে।
কেকে/এএস