ঢাকার বেইলি রোডের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রাচীন কষ্টিপাথরের তিনটি মূর্তি ও বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব-১০। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) রাত ৯ টায় র্যাব-১০ এর সদরদফতরের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় বেইলি হাইটসের চতুর্থ তলায় অভিযান চালানো হয়। অভিযানে আনুমানিক ৩৪ কোটি টাকা মূল্যের তিনটি কষ্টিপাথরের মূর্তি এবং প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ১১০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মোহাম্মদ জাকির হোসেন (৬৫), আহমদ মোস্তফা (৪৪), মো. আনারুল হক (৪৮), এবং মো. হাবিবুর রহমান (৪২)।
জব্দ করা মূর্তিগুলোর মধ্যে একটি বিষ্ণুমূর্তি যার ওজন ৮৮.৯৫০ কেজি এবং উচ্চতা ৪২.৫ ইঞ্চি। অপর একটি বিষ্ণুমূর্তির ওজন ১৯.৬৫০ কেজি ও উচ্চতা ২৬.৫ ইঞ্চি। তৃতীয়টি গরুর মূর্তি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যার ওজন ৯২.৬৯০ কেজি এবং উচ্চতা ২২.৫ ইঞ্চি।
উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তি ও বিদেশি মদ
স্থানীয় স্বর্ণকারদের মাধ্যমে প্রাথমিক পরীক্ষায় এসব মূর্তিকে মূল্যবান কষ্টিপাথরের নিদর্শন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে বিভিন্ন স্থান থেকে এসব প্রত্নতাত্ত্বিক মূর্তি ও বিদেশি মদ সংগ্রহ করে চোরাচালানের মাধ্যমে পাচারের উদ্দেশ্যে মজুদ রেখেছিল।
বিশেষজ্ঞদের মতে, উদ্ধারকৃত মূর্তিগুলো কেবল প্রাচীন শিল্পকলার নিদর্শন নয়, বরং দেশের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ। তাই এসব প্রত্নবস্তু রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।