নাটোরের লালপুর উপজেলার আজিমনগর স্টেশন সংলগ্ন গোপালপুর রেলগেটের গাফিলতিপূর্ণ ব্যবস্থাপনা ও গেটম্যানদের দায়িত্বে অবহেলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) বিকালে গোপালপুর রেলগেট এলাকায় নিরাপদ সড়ক চাই (নিসচা) লালপুর উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এ রেলগেট দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন চলাচল করে। অথচ ট্রেন আসার সময় গেট না নামানোর ঘটনা প্রায়ই ঘটে। এতে করে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে পথচারীরা। গেটম্যান সংখ্যা তিনজন হলেও নিয়ম অনুযায়ী ৮ ঘণ্টার পরিবর্তে চলছে ইচ্ছেমতো দায়িত্ব পালন। একজন গেটম্যান টানা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে বিশ্রামে চলে যান দুইদিনের জন্য। এতে করে দায়িত্বে ফাঁকফোকর থেকে যায়, যার ফল হতে পারে ভয়াবহ দুর্ঘটনা।
এ সময় নিসচার সভাপতি আব্দুল মোত্তালেব রায়হানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিন, মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম, নিসচার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, নাটোর গণঅধকার পরিষদের যুগ্ম আহ্বায়ক উৎপল পাল, নাটোর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল বাকি, উপজেলা ছাত্রশিবিরের পশ্চিম শাখার সভাপতি সাদ্দাম হোসেন, পরিবেশবাদী গ্রীন ভয়েস উপজেলা শাখার সভাপতি সজিবুল ইসলাম প্রমূখ।
কেকে/ এমএস