মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত তিনটি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্নপূর্বক কারখানা তিনটি এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সোমবার (২৬ মে) সকাল এগারোটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত পরিচালিত এই অভিযানে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্যমকান্দি, মানাবে পার্কের বিপরীত পাশে ও ভবেরচর ইউনিয়নের আনারপুর এলাকার তিনটি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্নপূর্বক কারখানা তিনটি গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. বায়েজীদ সরদার।
অভিযান শেষে সাংবাদিকদের মো. বায়েজীদ সরদার বলেন, ‘আজকের অভিযানে আমরা ৪টি স্পট চিহ্নিত করেছিলাম তবে বৈরী আবহাওয়ার কারণে একটি বাদে বাকী ৩টি স্পটের অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিয়েছি আমরা। এসব কারখানার মালিকদের না পাওয়া গেলেও জমি মালিকদের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করছি আমরা। আমাদের অভিযান চলমান থাকবে।’
বিষয়টি সম্পর্কে তিতাস গ্যাস সোনারগাঁ মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, ‘অভিযানে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মানা-বে ওয়াটার পার্কের বিপরীত পাশে অবস্থিত একটি অবৈধ চুনা কারখানা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটির ৯টি চুল্লি ধ্বংস করা হয়। একই ইউনিয়নের ফরায়েজী কান্দী এলাকায় অবস্থিত অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও কারখানাটির ৪টি চুল্লি ধ্বংস করা হয়। এছাড়াও ভবেরচর ইউনিয়নের আনারপুরা এলাকায় একটি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটির ৪টি চুল্লি ধ্বংস করে হয়।’
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে গজারিয়া থানা পুলিশ।
কেকে/ এমএস