‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার আটঘরিয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।
ভূমিসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রোববার (২৫ মে) সকালে উপজেলার ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।
মেলা উপলক্ষ্যে সকালে উপজেলা ভূমি অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে দেবোত্তর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমি অফিস প্রাঙ্গণে ভূমিসেবা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা মুস্তারি। উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, মাজপাড়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব বিপুল জোয়ার্দারসহ আরো অনেকে।
সেমিনারে জানানো হয়, ভূমি মেলা-২০২৫ উপলক্ষ্যে ভূমিসেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে সেবা প্রদান কার্যক্রম। সেবার মধ্যে রয়েছে তাৎক্ষণিক সেবা প্রদান, ভূমি আড্ডা ও গণশুনানি, ই-নামজারি, রেজিস্ট্রেশন, খতিয়ান ও ডিসিআর প্রদান বিষয়ে পরামর্শ, ভূমি উন্নয়ন কর অনলাইনে প্রদান এবং অভিযোগ গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টি।
এ ছাড়া মেলায় ভূমি সেবা ব্যবস্থাপনার মান উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে সেবাগ্রহীতাদের মতামত গ্রহণ করা হবে।
মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। আগামী মঙ্গলবার (২৭ মে) বিকাল ৩টায় মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে।
কেকে/এএম