উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক হকার নিহত
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৫:৫৮ পিএম

ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে রাহিম (১২) নামের এক হকার মারা গেছেন।
শুক্রবার (২৩ মে) দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহত রাহিম সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বেলুটিয়ার চর গ্রামের জয়নালের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাহিম তার দেহে চানাচুর বাদামের ডালি ঝুলিয়ে উল্লাপাড়া স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামার সময় সেই ট্রেনের নিচে কাটা পড়ে।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক দুলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাহিম যমুনা সেতু পশ্চিম স্টেশন থেকে রংপুর এক্সপ্রেসে ওঠে। ট্রেনটির উল্লাপাড়া স্টেশনে যাত্রা বিরতি নেই। ঝুঁকি নিয়ে হকার রাহিম চলন্ত ট্রেন থেকে নামতে গেলে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার বিকালে রাহিমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেকে/এএস