চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাহিত্য সংগঠন তেপান্তর সাহিত্য সভা ২০২৫–২৬ সেশনের জন্য নতুন ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী মো. আব্দুল মোমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা বিভাগের ২০২১–২২ সেশনের শিক্ষার্থী মুহাম্মাদ রিয়াদ উদ্দিন।
বুধবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি সাহাদাত হোসাইন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চবি শাখার সভাপতি মাহফুজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সভাপতি আলিম খান, প্রথম আলো বন্ধু সভা, চবি শাখার সাধারণ সম্পাদক আকরাম পিয়েল
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহসভাপতি তানভীর আহমেদ শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, দফতর সম্পাদক সানজিদা আফরোজ, অর্থ সম্পাদক মো. নাফিজ উদ্দিন, সহঅর্থ সম্পাদক খাদিজা আফরিন মিতু, প্রশিক্ষণ সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, সাহিত্য ও পাঠচক্র সম্পাদক এম এস সুজন, প্রচার সম্পাদক জেসমিন বিনতে জালাল, সহপ্রচার সম্পাদক মো. মিজানুর রহমান, প্রকাশনা সম্পাদক সাইফ আলি সামি। কার্যনির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস, মো. আরিফ মিয়া, আসাদুল্লাহ গালিব ও উম্মে কুলসুম মার্সিয়া।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান সদ্য বিদায়ী সভাপতি শাকিল আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুহাম্মাদ রিয়াদ উদ্দিন।
কেকে/এএম