বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫,
৬ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
শিরোনাম: ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস      আবারো সংঘর্ষে ঢাকা-সিটি কলেজের শিক্ষার্থীরা      রাজসাক্ষী হতে চান পুলিশের উপপরিদর্শক শেখ আফজালুল      গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের, নিহত ৮১      গ্যাস সংকটে ঝুঁকিতে বিনিয়োগ-রফতানি      মনোনয়নপত্র জমাদানে উৎসবমুখর পরিবেশ      
দেশজুড়ে
প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চল বৈষম্যের শিকার: সেলিম উদ্দিন
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৫:০৪ পিএম আপডেট: ২২.০৫.২০২৫ ৫:২০ পিএম
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

আমি উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, দীর্ঘ দিন থেকে সিলেট বিভাগ উন্নয়ন বঞ্চিত এবং বৈষম্যের শিকার। বিগত ফ্যাসিস্ট সরকার প্রকল্পের নামে কেবল দুর্নীতি আর লুটপাট করেছে। উন্নয়নের ফানুস উড়িয়ে জাতির সঙ্গে তামাশা করেছে। আজ সিলেটবাসীর ভোগান্তির শেষ নেই। প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চল বৈষম্যের শিকার ও বঞ্চিত হয়েছে সার্বিক উন্নয়ন থেকে।

শনিবার (১৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে এ কথা বলেন।

বিবৃতিতে মোহাম্মদ সেলিম উদ্দিন আরো বলেন, সিলেটর প্রতিটি সড়ক যেন এক একটি মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুম শুরুর প্রাক্কালে খানাখন্দকের কারণে পথচারীদের আরো বেশি ভোগান্তিতে পড়তে হয়। সেখানে অবস্থানরত সাধারণ মানুষ থেকে শুরু করে অন্তঃসত্ত্বা নারীরা চরম দুরবস্থার মধ্য দিয়ে চলাচল করছে। যা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। সড়কপথের এ বেহাল অবস্থার কারণে জনসাধারণের কর্ম ঘণ্টা ও অর্থ দুটিই অপচয় হচ্ছে। এ অবস্থার উত্তরণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সিলেট বিভাগের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও দ্রুততম সময়ে সংস্কারের জোর দাবি জানান তিনি।

তিনি বলেন, সিলেটের গ্যাস সিলেটবাসীকে বঞ্চিত করে অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া ইনসাফ নয়। অবিলম্বে সিলেট মহানগরী এবং সিলেট জেলার প্রতিটি উপজেলা ও পৌর শহরের বাসা-বাড়িতে গ্যাস সংযোগের বিধি-নিষেধ প্রত্যাহার করে গ্যাস সংযোগ দিতে হবে।

তিনি ঢাকা-সিলেট মহাসড়কের কাজের ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, দ্রুততম সময়ের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেনের কাজ শেষ করতে হবে। একইসঙ্গে সিলেট-তামাবিল সড়কের কাজ চালুর উদ্যোগ নিতে হবে। বিশেষ করে সিলেট-আখাউড়া রেলপথ ব্রডগেজ ডাবল লাইনে রূপান্তর, ওসমানী বিমানবন্দরের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করা, সিলেট জেলা হাসপাতালের কাজ দ্রুত সম্পন্ন করে কার্যক্রম শুরু করা, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বরাদ্দ বৃদ্ধি, মৌলভীবাজারে একটি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ স্থাপন, পাশাপাশি সুনামগঞ্জ ও হবিগঞ্জে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ নিতে হবে।

মোহাম্মদ সেলিম উদ্দিন নিজের জন্মস্থান বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের উন্নয়ন নিয়ে হতাশা ব্যক্ত করে বলেন, অবিলম্বে সিলেট-গোলাপগঞ্জ হয়ে সুতারকান্দি বর্ডার পর্যন্ত চার লেনের রাস্তার কাজের উদ্যোগ গ্রহণ, শেওলা সেতু থেকে বারিগ্রাম পর্যন্ত রাস্তা ড্রাইভার্শন দিয়ে বড় করা, বহরগ্রাম-শিকপুর সেতুর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে নেওয়া, কুশিয়ারা নদীর ওপর গোলাপগঞ্জ বাঘা সেতু নির্মাণসহ বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের আন্তঃসংযোগ রাস্তাগুলো দ্রুত মেরামত সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে উল্লেখযোগ্য কোনো ভালো মানের হাসপাতাল নেই। অবিলম্বে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে নাগরিকদের স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য পরিবর্তন, পাশাপাশি বিয়ানীবাজার সরকারি কলেজের আবাসন সমস্যার সমাধান, সেইসঙ্গে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় নির্মাণ ও স্কুল-কলেজের সংস্কার করতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি মোহাম্মদ সেলিম উদ্দিন তার নিজ এলাকা বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের সুরমা-কুশিয়ারা নদী ভাঙ্ন রোধে প্রকল্প গ্রহণ এবং ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদাত্ত আহ্বান জানান।

কেকে/এএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপে মিলবে মেটলাইফের বিমা সুবিধা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
ভূমি অভিযোগ গ্রহণ ও নিস্পত্তিতে নাগরিকদের মতামত জানতে হবে: সিনিয়র সচিব
‘বিচার ও সংস্কার এড়িয়ে নির্বাচন দিলে কাঙ্ক্ষিত গণতন্ত্র আসবে না’
ডোমারে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা গ্রেফতার

সর্বাধিক পঠিত

ভারতে আ.লীগের কার্যক্রম বন্ধের আহ্বান, অভিযোগ অস্বীকার নয়াদিল্লির
গ্যাস সংকটে ঝুঁকিতে বিনিয়োগ-রফতানি
মনোনয়নপত্র জমাদানে উৎসবমুখর পরিবেশ
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close