জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) সকালে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।
বুধবার সকালে সরিষাবাড়ী পৌর এলাকার তালুকদার বাড়ি মোড়ে উত্তরের পাশে হাত-পা কাটা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা।
পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশের প্রাথমিক ধারণা, আনুমানিক সাড়ে ৪টার সময় ভূঞাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৩৮ ডাউন মেইল ট্রেনটি সরিষাবাড়ীর দিকে আসছিল। ওই সময় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হতে পারে।
এ বিষয়ে জামালপুর রেলওয়ে পুলিশের এসআই সাইফুল ইসলাম বলেন, পৌরসভার তালুকদার বাড়ি মোড় এলাকায় একজন অজ্ঞাত ব্যক্তি ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।
তিনি আরো বলেন, নিহত ব্যক্তির পোশাক দেখে ধারণা করা হচ্ছে, তিনি সম্ভবত মানসিক ভারসাম্যহীন ছিলেন। আমরা পিবিআই-এর মাধ্যমে লাশ শনাক্তের চেষ্টা করছি।
কেকে/এএম