চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কাউছার (২০) নামে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সকাল ১০টা ৩০ মিনিটে দুর্গাপুর ইউনিয়নের কলসভাঙ্গা গ্রামের ফজলুল হক মোল্লার বাড়িতে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মো. কাউছার ওই বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে একটি ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার ডোবার পানিতে পড়ে গেলে সেটি উঠাতে গিয়ে তিনি পানিতে নামেন। এ সময় হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) জাফর আহমেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি ভিকটিমের মরদেহ স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন। উভয় পক্ষের কেউ কোনো অভিযোগ না করায় আমাদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ ছিল না।
জানা যায়, নিহত মো. কাউছার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামের বাসিন্দা এবং জহির হাসানের পুত্র। তিনি লবাইরকান্দি আল আমিন এতিমখানা মাদ্রাসার আলিম শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তরুণ এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বিদ্যুৎসংযোগ ও নিরাপত্তা ব্যবস্থায় আরও সতর্কতা গ্রহণের দাবি জানিয়েছেন।
কেকে/এএস