মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বাংগড়া কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৯ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে কবরস্থানের এক কর্মচারী প্রতিদিনের মতো কাজ করছিলেন। হঠাৎ একটি কবর থেকে অস্বাভাবিক গন্ধ পেয়ে তিনি কবরস্থানে গিয়ে দেখেন পাঁচটি কবর খোঁড়া। একটি কবর থেকে মাথার খুলি বেরিয়ে আসছিল এবং সেখান থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে বিষয়টি তিনি কবরস্থান পরিচালনা কমিটিকে অবহিত করেন।
খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে। কবরস্থান কমিটির পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। আমরা তদন্ত শুরু করেছি এবং দোষীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই অস্বাভাবিক ও অমানবিক ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
কেকে/এএস