টাঙ্গাইলের সখীপুর উপজেলার তক্তারচালা বাজারে ‘মিনহাজ মেডিকেল হল’ নামের একটি ফার্মেসিতে দীর্ঘদিন ধরে চিকিৎসক সেজে রোগী দেখে আসছেন সাইফুদ্দিন নামের এক ব্যক্তি। এসএসসি পাস করা সাইফুদ্দিনের কোনো চিকিৎসা বিষয়ক প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও, নিজেকে ‘ডা. সাইফুদ্দিন’ পরিচয়ে চালিয়ে যাচ্ছেন তিনি।
রোববার (১৮ মে) সরেজমিনে ফার্মেসিতে গেলে এসব প্রতারণার সত্যতা মেলে। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ৭-৮ বছর ধরে তিনি সাদা প্যাডে প্রেসক্রিপশন লিখে তাতে নিজের নাম, স্বাক্ষর ও ডাক্তার পরিচয়ের সিল ব্যবহার করে আসছেন। এতে প্রতারিত হচ্ছেন গ্রামের সহজ-সরল রোগীরা।
এ বিষয়ে অভিযুক্ত সাইফুদ্দিনের সঙ্গে কথা বললে শুরুতে তিনি দাবি করেন,ঔষধ কোম্পানির লোকজনের সঙ্গে ব্যবসার জন্য সিল বানিয়েছি এরপর বলেন ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য আমি ডাক্তার পরিচয়ের সিল বানিয়েছি। পরে স্বীকার করেন, তিনি রোগী দেখে প্রেসক্রিপশন লেখেন এবং চিকিৎসা বিষয়ে তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, এতদিনেও তার বিরুদ্ধে প্রশাসনিক কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি নির্বিঘ্নে প্রতারণা চালিয়ে যাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী বলেন, গ্রামের সহজ মানুষদের চিকিৎসার নামে ঠকানো হচ্ছে।
এ বিষয়ে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনি বলেন, এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে এখনো আসেনি। তবে অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএস