মঙ্গলবার, ২০ মে ২০২৫,
৬ জ্যৈষ্ঠ ১৪৩২
বাংলা English

মঙ্গলবার, ২০ মে ২০২৫
শিরোনাম: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পাহারাদার বিএনপি: সালাহউদ্দিন      কাশিমপুর মহিলা কারাগারে নুসরাত ফারিয়া      বিএনপি গায়ের জোরে নগর ভবনে আন্দোলন করছে: উপদেষ্টা আসিফ      ৫৪ বছরে নদীর ক্ষতি এক-দেড় বছরে সমাধান সম্ভব না: সৈয়দা রিজওয়ানা      সপ্তম বাংলাদেশি হিসেবে শাকিলের এভারেস্ট জয়      নগরভবন ব্লকেড, গুলিস্তানে যান চলাচল বন্ধ      নুসরাত ফারিয়াকে নিয়ে সংস্কৃতি উপদেষ্টার মন্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্র উপদেষ্টা      
খেলাধুলা
নাটকীয় টাইব্রেকারে সাফ শিরোপা হাতছাড়া বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ মে, ২০২৫, ১০:৫২ পিএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ভারতের কাছে হেরে শিরোপা হারিয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতায় শেষ হওয়া ম্যাচে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় ভারত। 

নেপালের লালিতপুরে অনুষ্ঠিত এ ফাইনালে শুরুটা বাংলাদেশের জন্য ছিল হতাশার। ম্যাচের প্রথম মিনিটেই আত্মঘাতী গোল করে দলকে বিপদে ফেলেন গোলরক্ষক মাহিন হোসেন। তবে পরে দুর্দান্ত কয়েকটি সেভ করে নিজ ভুল কিছুটা হলেও পুষিয়ে দেন তিনি। 

টাইব্রেকারে বাংলাদেশ প্রথমে শট নেয়। মিঠুর চৌধুরি গোল করে বাংলাদেশকে লিড এনে দেন। ভারতও প্রথম শটে গোল করে। দ্বিতীয় শটে মুর্শেদ আলী গোলের ধারাবাহিকতা ধরে রাখেন। ভারতের দ্বিতীয় শট বাংলাদেশের গোলরক্ষক মাহিন হোসেন সেভ করেন। ম্যাচের প্রথম মিনিটে মাহিনের গোলে বাংলাদেশ পিছিয়ে পড়ছিল। টাইব্রেকারে সেভ করে সেই ভুলের কিছুটা হলে দায় শোধ করেন।

নির্ধারিত সময়ে বাংলাদেশের গোলদাতা জয় আহমেদ তৃতীয় শটে গোল করলে টাইব্রেকারে স্কোর লাইন দাড়ায় ৩-১। বাংলাদেশ শিরোপার প্রায় দোরগোড়ায়। কিন্তু তখনও যে নাটকীয়তা বাকি। ভারত তৃতীয় শটে গোল করে ব্যবধান ৩-২ করে। বাংলাদেশের হয়ে চতুর্থ শট নিতে যান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। যিনি পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন। নিজে তিন গোল করেছেন আবার করিয়েছেন একাধিক। তার নেয়া শট পোস্টের উপর দিয়ে যায়। বাংলাদেশ খানিকটা চাপে পড়ে।

চতুর্থ শটে ভারত গোল করে ম্যাচে ৩-৩ এ সমতা আনে। পঞ্চম ও শেষ শট নেন শাহীন আহমেদ। তার নেয়া শট ভারতের গোলরক্ষক আটকে দেন। তখনই বাংলাদেশের পরাজয়ের শঙ্কা ভর করে। কারণ পঞ্চম ও শেষ শটে ভারত গোল করলেই চ্যাম্পিয়ন হবে তারা। বাংলাদেশের গোলরক্ষক মাহিন ভারতের শেষ শট আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। তাতে ভারত শিরোপা জয়ের উল্লাসে মাতে।

ভারত পুরো টুর্নামেন্ট জুড়ে আধিপত্য বিস্তার করে খেলেছে। আজ ফাইনালের প্রথম মিনিটেই ম্যাচে লিড নেয়। বাংলাদেশের গোলরক্ষক মাহিন পোস্ট থেকে একটু বেশি এগিয়ে ছিলেন। ভারতের ফরোয়ার্ড এটি খেয়াল করে তার মাথার উপর দিয়ে শট নেন। মাহিন সেই ফ্লাইট মিস করে গোল হজম করেন। তিনি পজিশনে থাকলে ভালো মতোই বল গ্রিপে নিতে পারতেন।

প্রথম মিনিটেই পিছিয়ে পড়ার পর ভারত বাংলাদেশকে চেপে ধরে। টানা কয়েকটি আক্রমণে বাংলাদেশের রক্ষণ ও গোলরক্ষককে ব্যতিব্যস্ত রাখে। প্রথম ২০ মিনিট ভারতের আক্রমণ সামাল দিয়ে বাংলাদেশ স্বাভাবিক খেলায় ফেরার চেষ্টা করে। বাংলাদেশের একটি আক্রমণ পোস্টে লেগে ফেরতও আসে। ৪২ মিনিটে কর্ণার থেকে এক আক্রমণে বাংলাদেশ ভারতের জালে বলও পাঠায়। রেফারি অবশ্য এর আগেই ফাউলের বাশি বাজান। টিভি রিপ্লে কিংবা খেলার ধরনে ফাউলের তেমন কোনো অ্যাকশন স্পষ্ট হয়নি। বাংলাদেশের ফুটবলাররাও এতে বিস্মিত হন। হাফ টাইমে রেফারিকে এ নিয়ে জেরাও করেন কয়েকজন।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ খেলায় সমতা আনার প্রাণান্ত চেষ্টা করে। ৬২ মিনিটে অবশ্য জটলার মধ্যে থেকে গোলে আসে সমতা। কর্নার থেকে ভারতের বক্সে কয়েক দফা ঘুরে বল পান জয় আহমেদ। তার নেয়া শট ভারতের ডিফেন্ডারের গায়ে লেগে বল জালে জড়ায় বাংলাদেশ ম্যাচ সমতার আনন্দে মাতে। পুরো টুর্নামেন্টে এটিই ভারতের জালে প্রথম বল প্রবেশের ঘটনা। বাকি সময় বাংলাদেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও ফিনিশিং দুর্বলতায় লিড নিতে পারেনি। উল্টো পাঁচ মিনিট ইনজুরি সময়ে গোল থেকে রক্ষা পায় বাংলাদেশ। ভারতের সংঘবদ্ধ আক্রমণে গোলরক্ষক মাহিন পোস্ট থেকে বেরিয়ে আসেন এরপর অরক্ষিত পোস্টে ভারতের ফরোয়ার্ড শট নিলেও সেটা তেমন জোরালো না হওয়ায় বাংলাদেশের ডিফেন্ডার গোললাইন সেভ করতে সমর্থ হন। এর পরপরই রেফারি খেলা শেষের বাঁশি বাজান। সেই নাটকীয় টাইব্রেকারে বাংলাদেশ ফাইনাল হারল।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  টাইব্রেকার   সাফ শিরোপা   বাংলাদেশ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

তামিমের ফিফটিতে আমিরাতকে ২০৬ রানের লক্ষ্য দিল টাইগাররা
পুশইন ভেবে ভারতীয় নাগরিককে ফেরতের চেষ্টা, সীমান্তে উত্তেজনা
আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে প্রশাসনের ঢেউটিন ও অর্থ বিতরণ
ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় আ. লীগ নেতা কারাগারে
শেরপুরে আকস্মিক বন্যার শঙ্কা

সর্বাধিক পঠিত

ফটিকছড়িতে হেলে পড়া ৭ তলা ভবনে ঝুঁকি নিয়ে বসবাস
পীরগঞ্জে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, অন্ধকারে বিভিন্ন গ্রাম
মৌলভীবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও নামসর্বস্ব এনজিও
কাপাসিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে অন্তঃসত্ত্বা নারীকে জখমের অভিযোগ

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close