নোয়াখালীর হাতিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ওছমান (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ভাতিজাদের বিরুদ্ধে।
রোববার (১৮ মে) ভোরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ওছমান উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জোড়খালি গ্রামের মৃত ইদ্রিস আহমদের ছেলে।
নিহতের স্ত্রী জানান, দীর্ঘদিন ধরে ভাই ও ভাতিজাদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। ইতোমধ্যে তার স্বামীর জমি দখল করে নেওয়া হয় এবং থানায় অভিযোগও দেওয়া হয়েছিল। এরই জের ধরে গভীর রাতে বাইরে গেলে ওছমানকে কুপিয়ে হত্যা করা হয়।
তিনি বলেন, রাতে স্বামী ঘর থেকে বের হন। অনেকক্ষণ না ফেরায় আমি ঘুমিয়ে পড়ি। হঠাৎ চিৎকার শুনে বাইরে গিয়ে দেখি, স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দিই।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিফন চন্দ্র দাস জানান, নিহতের পেট ও জননাঙ্গে ধারালো অস্ত্রের আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএম