খুলনার ডুমুরিয়ায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মাহিন্দ্রা ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
শনিবার (১৭ মে) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে উপজেলার ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কয়রা উপজেলার ভান্ডারপোল গ্রামের রফিকুল ইসলাম গাজী (৫০), কুশোডাঙ্গা গ্রামের মাওলানা আব্দুর রশিদ (৫২) ও চৌকুনি গ্রামের হাফেজ মইনুল সানা (৪০)।
আহতরা হলেন—চৌকুনি গ্রামের মইনুল ইসলাম গাজী (৩৫), একসরা গ্রামের ইউনুস মোড়ল (৩৮) ও আব্দুস সাত্তার। আহতদের মধ্যে চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খর্নিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক শিমুল মণ্ডল জানান, কয়রা থেকে একটি যাত্রীবাহী মাহিন্দ্রা ইসলামিক ফাউন্ডেশনের সভায় যোগ দিতে খুলনার দিকে যাচ্ছিল। পথে ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের গৌতমের গ্যারেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মেঘনা পেট্রোলিয়ামের তেলবাহী লরি (যশোর-ঢ-৪১-০০০৪) এর সঙ্গে মাহিন্দ্রাটির (থ-১১-০১৭৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
দুর্ঘটনার পর পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে গুরুতর চারজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খর্নিয়া হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আল আমিন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে যান।
কেকে/এএম