গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় হযরত আলী (৬৫) নামে এক কৃষকের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের তাঁতীসূতা গ্রামের শেখবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বন বিভাগের জমি ভোগদখল নিয়ে হযরত আলী ও অমূল্য চন্দ্র বিশ্বাস গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। সকালে অমূল্য চন্দ্র বিশ্বাস ও তার ভাই অমৃত চন্দ্র বিশ্বাস ওই জমিতে চাষ করতে গেলে হযরত আলী বাধা দেন। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় প্রতিপক্ষের একজনের দায়ের কোপে হযরত আলীর বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।
আহত হযরত আলীর ভাতিজা শাকিল আহমেদ সবুজ বলেন, আমার জেঠা দীর্ঘদিন ধরে বন বিভাগের জমি ভোগদখল করে চাষাবাদ করে আসছেন। আজ সকালে প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক জমিতে চাষ করতে গেলে বাধা দেন তিনি। তখনই তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
অন্যদিকে, অভিযুক্ত অমূল্য চন্দ্র বিশ্বাসের বড় ভাই প্রফুল্ল চন্দ্র বিশ্বাস দাবি করেন, আমার ভাই জমিতে গেলে হযরত আলী ও তার লোকজন তাকে মারধর করে। পরে নিজেদের মধ্যে ঘটনা সাজিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।
এ বিষয়ে শ্রীপুর রেঞ্জের সদর বিট কর্মকর্তা আলাল উদ্দীন বলেন, বন বিভাগের ওই জমি নিয়ে মামলা রয়েছে। সেখানে চাষাবাদের সুযোগ নেই। ঝগড়ারও কোনো কারণ নেই।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ইন্সপেক্টর তদন্ত ও সার্কেল এএসপিও পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।
কেকে/এএম