কলাপাড়ায় নদী থেকে ভাসমান লাশ উদ্ধার
সোলায়মান পিন্টু, কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ২:১০ পিএম

ছবি: সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়ায় নদী থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) ভাসমান লাশ উদ্ধার করেছে কুয়াকাটা নৌপুলিশ।
মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের বড়ইতলা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় ওই ব্যক্তির পরনে ছিল একটি কালো প্যান্ট।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, লাশটি খাপড়াভাঙা নদী থেকে কাটাভারানী খাল হয়ে বড়ইতলা নদীতে ভেসে আসে। লাশের শরীরের অনেক স্থানে পচন ধরেছে। তবে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ।
কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বিকাশ মন্ডল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কেকে/এএস