সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গা থানার বড়গোজাঁ গারাদহ নদী থেকে মারুফ হাসান (১৩) নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ মে) বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মরদেহে ময়নাতদন্তের জন্য শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত, মারুফ হাসান সলঙ্গা থানার জগজীবনপুর গ্রামের মামুন প্রামাণিকের ছেলে। মারুফ ছোট বেলা থেকেই নানা জিল্লীর রহমান আকন্দের বাড়ি থাকত।
মারুফের নানা জিল্লীর রহমান ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা কদম আলীর বাড়ির পূর্ব পাশে গারদহ নদীতে মারুফ হাসানের লাশ দেখে তার পরিবারকে খবর দেয়। পরে স্থানীয়রা ও তার পরিবারের লোকজন লাশ উদ্ধার করে।
সলঙ্গা থানার তদন্ত অফিসার মনোজিৎ কুমার নন্দী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। হত্যা না অপমৃত্যু কারণ এখনো জানা যায়নি ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর কারণ জানা যাবে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএস