ভোলা জেলার চরফ্যাসন উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিনতলা ভবন দখল করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজেদের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার শুরু করেছে।
শনিবার (১০ মে) দুপুরে চরফ্যাসন পৌর সদরের কলেজ রোডে অবস্থিত ভবনটি জবরদখল করে এনসিপি নেতাকর্মীরা দলীয় সাইনবোর্ড টাঙিয়ে কার্যক্রম শুরু করলে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
জানা গেছে, সরকার পতনের পর চলমান রাজনৈতিক অস্থিরতায় জ্বালাও-পোড়াও আন্দোলনের সময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। সেই পরিস্থিতির সুযোগ নিয়েই এনসিপির স্থানীয় নেতা অহিদ ফয়সালের নেতৃত্বে দলটি কার্যালয়টি দখল করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের ছাদে মাইক স্থাপন করে এনসিপির প্রচার চালানো হচ্ছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে কর্মসূচির প্রস্তুতি সভাও চলছে।
এক মুক্তিযোদ্ধা বলেন, স্বাধীনতার পর এই প্রথমবার কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যালয় দখল করে কার্যক্রম শুরু করেছে। এটি দুঃখজনক ও ইতিহাসে নজিরবিহীন ঘটনা।
এ বিষয়ে এনসিপির চরফ্যাসন উপজেলার প্রতিনিধি দাবিদার অহিদ ফয়সাল বলেন, আমরা চরফ্যাসন উপজেলার এনসিপির দলীয় কার্যক্রম পরিচালনার জন্যই কার্যালয়টি ব্যবহার করছি। আমাদের সঙ্গে ছিলেন আমজাত হাবিব, নুরে আলম নাসিম, শরিফ হোসাইন ও মো. শাহাবুদ্দিন।
কেকে/এএম