স্থানীয় পর্যায়ের কর্মসংস্থান ও নারী উদ্যোক্তা উন্নয়নে বিশেষ অবদান রাখতে নীলফামারীতে শুরু হয়েছে নীলসাগর কনজ্যুমার প্রোডাক্টস্ লিমিটেডের দুই দিনব্যাপী এক দক্ষতা উন্নয়ন কর্মশালা। ‘ডোর টু ডোর’ বিক্রয় প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালাটি ১০ ও ১১ মে জেলা শহরের স্টাফ কোয়ার্টার মোড় সংলগ্ন নীলসাগর পরিবহন বিভাগ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে এমন প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী। সরকার যেমন বেকারত্ব হ্রাসে কাজ করছে, তেমনি বেসরকারি খাতের এ ধরনের উদ্যোগও প্রশংসনীয়।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান আহসান হাবীব লেলিনের প্রতিনিধি মেরিন ইঞ্জিনিয়ার ও প্রফেশনাল ট্রেইনার শাহ্ মমিনুল ইসলাম চৌধুরী। তিনি অংশগ্রহণকারীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রয় কৌশল, ভোক্তা মনোবিজ্ঞান, সময় ব্যবস্থাপনা এবং উদ্যোক্তা মানসিকতা গঠনের ওপর বাস্তবভিত্তিক নির্দেশনা প্রদান করছেন।
মূলত, এ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ পর্যায়ের বিশেষ করে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে তাদের ‘ডোর টু ডোর’ বিক্রয় ব্যবস্থায় সম্পৃক্ত করা হচ্ছে, যাতে তারা নিজেরাই স্বাবলম্বী হতে পারেন এবং স্থানীয় বাজারে দেশীয় পণ্যের চাহিদা ও গ্রহণযোগ্যতা বাড়ে।
কর্মশালাটি ঘিরে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং ভবিষ্যতে একটি বিকল্প কর্মসংস্থানের পথ উন্মোচনে সহায়ক হবে।
কর্মশালার সমাপনী অনুষ্ঠান আগামীকাল ১১ মে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে এবং ভবিষ্যতের প্রশিক্ষণ কার্যক্রমের রূপরেখা তুলে ধরা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ডোর টু ডোর প্রকল্পের চীফ মনিটরিং অফিসার রবিউল ইসলাম লিটন, নীলসাগর গ্রুপের মানব সম্পদ বিভাগের ব্যবস্থাপক নূর-এ-আলম সিদ্দিক, নীলসাগর কনজ্যুমার প্রোডাক্ট লিমিটেডের হেড অফ কনজ্যুমার আহসান হাবিব বিপ্লব, নীলকদম সুইটসের ব্যবস্থাপক শরিফুল ইসলাম, নীলসাগর এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (ফিডমিল ইউনিট) সহকারী ব্যবস্থাপক সঞ্জীব কুমার সাহা, দৈনিক খোলা কাগজের নীলফামারী প্রতিনিধি মোশাররফ হোসেন, অনুভব ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর নাজমুল হকসহ নীলসাগর গ্রুপ ও বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রথম দিনের প্রশিক্ষণ শেষে সমাপনী বক্তব্য রাখেন ডোর টু ডোর প্রকল্পের ইনচার্জ আওরঙ্গজেব সুজন।
কেকে/এমএস