বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা ( সার্ক) এর কার্যক্রম গতিশীল থাকলে ভারত পাকিস্তান যুদ্ধ হতো না। আলোচনার মাধ্যমে সবকিছুর সমাধান হতো।
শুক্রবার (৯ মে) বিকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া সরকারি অডিটোরিয়াম সংলগ্ন মাঠে তেঁতুলিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির বলেন সার্কের স্বপ্নদ্রষ্ট্রা প্রেসিডেন্ট জিয়াউর রহমান দক্ষিণ এশীয়ার দেশগুলোর স্বার্থের কথা চিন্তা করে সার্ক গঠন করেছিলেন। এটা ছিলো জিয়াউর রহমানের সুদুর দৃষ্টি সম্পন্ন চিন্তাভাবনা। সার্ক ফেইল করেছে কিছু রাষ্ট্র সার্ককে আগাতে দিলোনা। সার্কের যে মাহত্ব ছিলো প্রত্যেক বছর দক্ষিণ এশীয় রাষ্ট্র গুলো আলোচনায় বসতো। রাষ্ট্র নেতারা একটা জায়গায় বসতেন। আজকে এই যে যুদ্ধের দামামা প্রতিবছর যদি নেতারা আলোচনায় বসতেন তাহলে এই যুদ্ধ থেকে আমাদের মুক্তির সুযোগ ছিলো। প্রেসিডেন্ট জিয়া বিশ্বাস করতেন হোয়াট টু বি এচিভড সিটিং এক্রোস দ্য টেবিল ক্যান নট এচিভ ইন ওয়ার। আলোচনার মাধ্যমে যে সমস্যার সমাধান সম্ভব সেটা কোন অবস্থাতেই যদ্ধে সম্ভব না। ইরাক ইরান যুদ্ধের সময় ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কে ইরাক ভ্রমণের সময় বাংলাদেশের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দীন সরকার বলেছিলেন জিয়াউর রহমান বেঁচে থাকলে আপনাদের যুদ্ধ হতোনা। তিনি আলোচনার মাধ্যমে এটার সমাধান দিতেন।
তিনি আরো বলেন, আজকে সংস্কারের নামে যেসব কমিশন হচ্ছে বিএনপি তার আগেই রাস্ট্র মেরামতের ৩১ দফা দিয়েছে। আপনারা ৩১ দফা একটু পড়বেন। আগামীর রাষ্ট্র চিন্তা ৩১ দফাতেই আছে।
সম্মেলনে তেতুঁলিয়া উপজেলা বিএনপির আহবায়ক শাহাদৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে ও রেজাউল করিম শাহীনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে প্রধান বক্তা হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাড. আদম সুফি, যুগ্ম-আহবায়ক এ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, যুগ্ম-আহবায়ক এমএ মজিদসহ বিএনপি নেতারা বক্তব্য রাখেন।
দ্বি বার্ষিক সম্মেলনে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বতীয়ায় সন্ধ্যায় বিএনপির তেঁতুলিয়া উপজেলার সভাপতি পদে শাহাদাত হোসেন রঞ্জু , সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম শাহি,সাংগঠনিক সম্পাদক পদে আবু সাঈদ মিয়া ও আবু বকর সিদ্দিক কাবুলের নাম করা হয়৷
কেকে/ এমএস