বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫,
৬ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
শিরোনাম: ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস      আবারো সংঘর্ষে ঢাকা-সিটি কলেজের শিক্ষার্থীরা      রাজসাক্ষী হতে চান পুলিশের উপপরিদর্শক শেখ আফজালুল      গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের, নিহত ৮১      গ্যাস সংকটে ঝুঁকিতে বিনিয়োগ-রফতানি      মনোনয়নপত্র জমাদানে উৎসবমুখর পরিবেশ      
দেশজুড়ে
নির্মাণাধীন মার্কেটের কাজ ফেলে উধাও ঠিকাদার
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৭:১৭ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

জয়পুরহাটে কালাই উপজেলার হারুঞ্জা হাটের পুরাতন সেড ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয় ব্যবসায়ী ও হাটুরেদের সুবিধার্থে। তবে সাড়ে চার বছর পেরিয়ে গেলে এখনও সেই নির্মাণকাজ শেষ হয়নি। তিন দফায় কাজের মেয়াদ বাড়ানোর পরও চুক্তিবদ্ধ ঠিকাদার প্রতিষ্ঠান হঠাৎ কাজ ফেলে উধাও হয়ে যায়, ফলে হাটের জায়গা নিয়ে সংকটে পড়েছেন ব্যবসায়ীরা। খোলা আকাশের নিচে বাধ্য হয়ে ব্যবসা করছেন তারা। এই সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দফতরে একাধিকবার যোগাযোগ করলেও মিলছে না কোনো সুরাহা।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, উপজেলার হারুঞ্জা হাটে নতুন ভবন নির্মাণের জন্য গ্রামীণ হাট-বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এলজিইডি দরপত্র আহ্বান করে। এতে নওগাঁর চকবাড়িয়ার মন্ডল ট্রেডার্স নামক ঠিকাদারি প্রতিষ্ঠান হাটের কাজের জন্য নির্বাচিত হয়। হারুঞ্জা হাটের জন্য ১ কোটি ৭৪ লাখ ২১ হাজার ১৮২ টাকা বরাদ্দ দেওয়া হয়।

২০২০ সালের ২১ ডিসেম্বর হাটের নির্মাণ কাজের উদ্বোধন হয়। নির্ধারিত সময় অনুযায়ী ২০২২ সালের ২৯ জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও হারুঞ্জা হাটে ৩২ শতাংশ কাজ শেষ করে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ বন্ধ করে দেয়।

এরপর তিনবার কাজের মেয়াদ বাড়ানো হয় এবং সর্বশেষ মেয়াদ ছিল ২০২৪ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত। তবে তার আগেই গত বছরের মার্চ মাসে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শেষ না করেই হঠাৎ নিখোঁজ হয়ে যায়। এলজিইডি কর্তৃপক্ষ মোট সাতবার লিখিতভাবে তাগাদা দিলেও কাজের অগ্রগতি হয়নি। ফলে ৩২ শতাংশ নির্মাণকাজ ফেলে চলে যায় ঠিকাদার।

বর্তমানে হাটটির নির্মাণাধীন ভবনের অবস্থাও করুণ। প্রায় ৬৮ শতাংশ জায়গা জুড়ে একতলা ছাদের উপর রয়েছে নির্মিত আরসিসি পিলার। কিন্তু কাজ থেমে থাকায় রডে মরিচা ধরেছে এবং নির্মাণ সামগ্রী রাতের আঁধারে কোথায় যে চলে গেছে কেউ জানে না।

হারুঞ্জা হাটের চাল ব্যবসায়ী আব্দুর রহমান জানান, শুরু থেকেই কাজ ঠিকভাবে হয়নি, একদিন কাজ হলে এক মাস বন্ধ থাকতো। কাজ ঠিকঠাকভাবে হলে এতদিনে নির্মাণ শেষ হয়ে যেত। এখন জায়গার অভাবে অনেক ব্যবসায়ী হাটের বাইরে দোকান বসাচ্ছেন, ফলে ক্রেতা কমে গেছে, ব্যবসা নেই, নিয়মিত লোকসানে পড়তে হচ্ছে।

হারুঞ্জা হাটের ইজারাদার বজলুর রহমান বলেন, হাটের জায়গা এমনিতেই কম, তার উপর নির্মাণ কাজ দীর্ঘসূত্রতায় আটকে আছে। এতে ব্যবসায়ী ও ক্রেতা উভয়েই দুর্ভোগে পড়েছেন। খাজনা আদায় করতে গেলে ব্যবসায়ীদের বকাঝকা শুনতে হয়। সময়মতো কাজ শেষ না হলে হাটে হয়তো লোকসান গুনতে হবে। সেই কারণে ইজারা বন্ধ হয়ে গেলে সরকার রাজস্ব হারাবে। তাই দ্রুত কাজটি শেষ করার দাবি জানান তিনি।

ঠিকাদারি প্রতিষ্ঠান মন্ডল ট্রেডার্সের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম বলেন, নির্মাণ সামগ্রীর মূল্য বারবার বেড়ে যাওয়ার কারণেই কাজ বন্ধ রাখতে হয়েছে। আমি আর কুলিয়ে উঠতে পারছি না। চুক্তি বাতিলের চিঠি পেয়েছি,তবে এখনো চূড়ান্ত ভাবে সুরাহা হয়নি। আমি কাজ নিয়ে অনেক লোকসানে পড়েছি। হাটগুলোর কাজ নিয়ে যেকোনো সিদ্ধান্তে আমার কোনো আপত্তি নেই।

জয়পুরহাট জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহ আলম বলেন, হাটের নির্মাণ কাজ মন্ডল ট্রেডার্সের দায়িত্বে থাকলেও বারবার নোটিশ দিয়েও কাজের অগ্রগতি না থাকায় চুক্তিপত্র বাতিল করা হয়েছে। এখন নতুন করে টেন্ডার করে দ্রুত নির্মাণকাজ শুরু করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপে মিলবে মেটলাইফের বিমা সুবিধা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
ভূমি অভিযোগ গ্রহণ ও নিস্পত্তিতে নাগরিকদের মতামত জানতে হবে: সিনিয়র সচিব
‘বিচার ও সংস্কার এড়িয়ে নির্বাচন দিলে কাঙ্ক্ষিত গণতন্ত্র আসবে না’
ডোমারে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা গ্রেফতার

সর্বাধিক পঠিত

ভারতে আ.লীগের কার্যক্রম বন্ধের আহ্বান, অভিযোগ অস্বীকার নয়াদিল্লির
গ্যাস সংকটে ঝুঁকিতে বিনিয়োগ-রফতানি
মনোনয়নপত্র জমাদানে উৎসবমুখর পরিবেশ
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close