শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      
খোলাকাগজ স্পেশাল
ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১২:০২ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

পাকিস্তানে বুধবার মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’ নামে ভয়াবহ হামলা চালিয়েছে ভারত। হামলায় শিশু-কিশোরসহ ২৬ পাকিস্তানি নিহত হয়েছে বলে স্বীকার করেছে পাকিস্তান। তবে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে নিহতের সংখ্যা ৭০। ভারত এ হামলা করতে গিয়ে হারিয়েছে ফ্রান্সনির্মিত রাফায়েলসহ ৫টি যুদ্ধবিমান। অন্যদিকে পাকিস্তানের পাল্টা হামলায় ১৫ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে ভারত। পাল্টাপাল্টি হামলায় সর্বাত্মক যুদ্ধের দিকে চলে গেছে প্রতিবেশী দেশ দুটি। 

ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে দুদেশই, বাতিল হয়েছে পাঁচ শতাধিক ফ্লাইট। ভারতের শেয়ারবাজারে পতন হয়েছে, নেমে গেছে ভারতীয় মুদ্রা রুপির দাম। ভারতের পাশে ইসরায়েল ও পাকিস্তানের পাশে তুরস্ক থাকার খবর গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টোসহ গুরুত্বপূর্ণ মন্ত্রীরা প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ কয়েকজন মন্ত্রী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জন খারগে, মুসলিম নেতা আসাউদ্দিন ওয়েইসি, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ হামলাকে স্বাগত জানিয়েছে।  ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। কয়েকদিনের উত্তেজনার পর গতকাল ‘সার্জিকেল স্ট্রাইক’ চালালো ভারত।

দেশ দুটি সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে 

নয়াদিল্লি বলেছে, এই হামলা এপ্রিল মাসে ভারতশাসিত কাশ্মীরের পাহাড়ি পর্যটনকেন্দ্রে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার প্রতিক্রিয়ায় চালানো হয়েছে। ওই হামলায় নিহত ব্যক্তিদের বেশিরভাগই ছিলেন ভারতীয় পর্যটক। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে। তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করেছে।

বুধবার মধ্যরাতের পর ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে এক অভিযান চালায় পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরে।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, ৯টি স্থানে হামলা চালানো হয়েছে, তবে কোনো পাকিস্তানি বেসামরিক, অর্থনৈতিক বা সামরিক স্থাপনায় আঘাত করা হয়নি। তারা বলেন, ২৫ মিনিটের এ অভিযান দুটি সশস্ত্র গোষ্ঠীর লস্কর-ই-তাইয়েবা এবং জইশ-ই-মুহাম্মদ ‘সন্ত্রাসবাদী অবকাঠামো’ লক্ষ্য করে চালানো হয়।

পাকিস্তানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ছয়টি স্থানে ২৪টি হামলা চালানো হয়েছে। এর মধ্যে কিছু হামলা পাকিস্তানের ঘনবসতিপূর্ণ পাঞ্জাব প্রদেশে হয়েছে। আর পাকিস্তান বলছে, ১৯৭১ সালের পর এটি পাকিস্তানের অভ্যন্তরে ভারতের সবচেয়ে বড় হামলা।

পাকিস্তানি নিরাপত্তা সূত্র দাবি করেছে, তারা ভারতের পাঁচটি বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করেছে।

ঠিক কোথায় বা কীভাবে বিমানগুলো ভূপাতিত হয়েছে, পাকিস্তানি কর্তৃপক্ষ অবশ্য তা বলেননি। তবে তারা জানান যে, এর মধ্যে তিনটি রাফাল জেট রয়েছে। রাফাল যুদ্ধবিমান ভারতের গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ। সেগুলো কয়েক বছর আগে ফ্রান্স থেকে কেনা হয়।

একজন প্রত্যক্ষদর্শী ও ভারতশাসিত কাশ্মীরের একজন স্থানীয় সরকারি কর্মকর্তা বলেছেন, একটি অজ্ঞাত বিমান উইয়ান গ্রামে ভূপাতিত হয়েছে। বার্তা সংস্থা এএফপি প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি লাল ইটের বাড়ির পাশে একটি মাঠে বিমান ধ্বংসাবশেষ পড়ে আছে। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গতকাল বুধবার বলেছেন, দেশটির ‘প্রতিশোধ নেওয়ার পূর্ণ অধিকার’ রয়েছে এবং ভারতের পদক্ষেপকে ‘যুদ্ধের শামিল’ হিসেবে আখ্যায়িত করেছেন। পাক প্রধানমন্ত্রী ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করার দাবি করেছেন। 

পাকিস্তানের কয়েকটি এলাকায় ধ্বংসযজ্ঞ 

পাকিস্তানের ৬টি জায়গায় ভারতের হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৪৬ জন। গতকাল বুধবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক আহমেদ শরিফ চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।

আহমেদ শরিফের তথ্য অনুযায়ী, বাহাওয়ালপুরের আহমেদপুর ইস্ট শহরে হামলায় ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুটি তিন বছরের শিশু, সাতজন নারী ও চারজন পুরুষ। এ ছাড়া ৩৭ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও ৯ জন নারী।

মুজাফফরাবাদে ক্ষয়ক্ষতির হিসাব দিতে গিয়ে আইএসপিআরের মহাপরিচালক বলেন, সেখানকার বিলাল মসজিদকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এ হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া এক কিশোর ও এক কিশোরী আহত হয়েছে।

কোটলিতে আব্বাস মসজিদকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওই হামলায় ১৬ ও ১৮ বছর বয়সি দুজন নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় এক নারী ও তার মেয়ে আহত হয়েছেন।

আহমেদ শরিফ আরো বলেন, পাঞ্জাবের মুরিদকেতে উমালকুরা মসজিদকে লক্ষ্য করে হামলা হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। আরো দুব্যক্তি নিখোঁজ রয়েছেন। হামলায় স্থানীয় মৃৎশিল্পীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন।

শিয়ালকোট ও শাকারগড়ে হামলার ঘটনায় বড় কোনো ক্ষতি হয়নি বলে জানান আহমেদ শরিফ। তিনি বলেন, সেখানকার একটি দোকানে সামান্য ক্ষতি হয়েছে।

সেনাবাহিনীর এ মুখপাত্র আরো বলেন, নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর ছোড়া গুলিতে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে পাঁচ বছর বয়সি একটি শিশুও রয়েছে।

পাল্টা হামলায় ভারতের ভূস্বর্গ নরকে পরিণত
 
ভারতের সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানের কামানের গোলা হামলায় ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় ৪৩ জন আহত হয়েছেন। ভারতের সেনাবাহিনীর বরাতে গতকাল বুধবার বিবিসির লাইভে এ কথা বলা হয়েছে।

ভারতের সেনাবাহিনী জানিয়েছে যে, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ ও তাংধরের বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করা হয়েছে।

তবে রয়টার্স, বিবিসিসহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম যেসব ছবি প্রকাশ করেছে, তাতে পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ চিত্র দেখা গেছে। ভারতের কাশ্মীরকে বলায় ভূস্বর্গ, সেখানকার কয়েকটি এলাকা বলতে গেলে নরকে পরিণত হয়েছে। ভারতে নিহতদের সবাই এ কাশ্মীরের। 

পাহাড়ের দিকে ছুটতে থাকেন মুজাফফরাবাদের মানুষ 

পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে দিবাগত রাতে ভারতের হামলার সময় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় নিজেদের ঘরবাড়ি ছেড়ে আশপাশের পাহাড়গুলোর দিকে ছুটে যান তারা। রয়টার্সকে স্থানীয় বাসিন্দারা এ কথা জানান।

হামলার সময়ের পরিস্থিতি বর্ণনা করে স্থানীয় বাসিন্দারা বলেন, চারপাশে বিস্ফোরণের শব্দ হচ্ছিল, ভূমি কেঁপে উঠছিল। তখন মসজিদের লাউড স্পিকারগুলোতে ঘোষণা দিয়ে লোকজনকে নিরাপদে সরে যেতে বলা হচ্ছিল।

৪৬ বছর বয়সি বাসিন্দা মুহাম্মদ শায়ের মীর বলেন, ‘বিস্ফোরণের শব্দ শুনে আমরা ঘরের বাইরে বেরিয়ে আসি। তখন আরো বিস্ফোরণ হয়। পুরো ঘর কেঁপে উঠছিল। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। আমরা বাচ্চাদের সঙ্গে নিয়ে পাহাড়ের দিকে চলে যাই।’

বুধবার সূর্যোদয়ের পর বহু মানুষ হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া একটি মসজিদের কাছে জড়ো হন। মসজিদটির ছাদ ধসে পড়েছে, মিনার ভেঙে পড়েছে। এলাকাটি নিরাপত্তা বাহিনী ঘিরে রাখে। স্থানীয় এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, মসজিদটির কাছে তিনজন নিহত হয়েছেন।

পাকিস্তানি সেনাবাহিনী বলেছে, পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন জায়গায় ভারতের হামলায় ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন।

মুজাফফরাবাদের স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, সেখানকার হাসপাতালগুলো চালু আছে। গতকাল সকালে কিছু ছোট ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে। তবে স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে। পরীক্ষাও বাতিল করা হয়েছে।

শায়ের মীর বলেন, হামলার পর তিনি ও তার পরিবার চার ঘণ্টা খোলা আকাশের নিচে কাটিয়েছেন। তার কিছু প্রতিবেশী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বাসিন্দারা চরম আতঙ্কে ভুগছেন।

শায়ের মীর মনে করেন, গরিব, নিরীহ মানুষদের সঙ্গে যা হয়েছে তা অন্যায়। বলেন, ‘আমাদের অসহায় মায়েরা অসুস্থ হয়ে পড়েছেন, বোনেরা অসুস্থ হয়ে পড়েছেন, আামাদের ঘরগুলো কেঁপে উঠেছিল, দেওয়ালে ফাটল ধরেছে।’

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  ভারত   পাকিস্তান   পাল্টাপাল্টি হামলা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফের পিএস বিতর্কে আসিফ
ভাগ পেতেন ডিসি-এসপিরাও
রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই
কুমিল্লায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
নীলফামারীতে বালিকাদের ফুটবল খেলা অনুষ্ঠিত
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close