নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নবজাতকদের জন্য ৪ শয্যা বিশিষ্ট নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বুধবার (৭ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই ইউনিটের কার্যক্রম শুরু হয়।
জেলা প্রশাসকের প্রতিশ্রুতি অনুযায়ী মাত্র সাত দিনের মধ্যেই অত্যাধুনিক এই আইসিইউ ইউনিটের নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জহিরুল ইসলামসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
এসময় জেলা প্রশাসক বলেন, নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে এই আইসিইউ ইউনিট একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি নারায়ণগঞ্জ জেলার স্বাস্থ্য খাতে একটি মাইলফলক হয়ে থাকবে।
অন্যদিকে সিভিল সার্জন ডা. মুশিউর রহমান জানান, নবজাতক ইউনিট চালু হওয়ায় নারায়ণগঞ্জসহ আশেপাশের জেলার নবজাতকদের আর রাজধানীতে যেতে হবে না। এতে চিকিৎসা আরো সহজলভ্য ও সাশ্রয়ী হবে।
কেকে/ এমএস