‘তথ্য হোক সত্য, গণমাধ্যম চাই মুক্ত, গণমাধ্যমের মুক্তি, গণতন্ত্রের শক্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উদয়াঙ্কুর সেবা সংস্থা ও হাব কুড়িগ্রামের আয়োজনে কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়।
বুধবার (৭ মে) দুপুরে কুড়িগ্রাম সদরের টেরে টেডস হোর্মস থেকে একটি র্যালি বাহির হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
পরে টেরে ডেটস হোমর্স হলরুমে জেলা পর্যায়ে মুক্ত গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা, গণযোগাযোগে ভুল তথ্যের প্রভাব এবং স্থানীয় গণমাধ্যমের ভূমিকা, নারীদের অনলাইন হয়রানি-হুমকির বিষয় ও সরকারি কর্মকর্তা এবং সিএসও-দের মধ্যে সহযোগিতা জোরদার বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উদয়াঙ্কুর সেবা সংস্থার জেলা সমন্বয়কারী রবিউল ইসলাম, বিটনিক এর প্রতিনিধি খাইরুল হাসান আদনান, হাব সহসভাপতি আসাদুজ্জামান, সেক্রেটারী এম রশীদ আলী, যুব উন্নয়ন অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল হালিম, কুড়িগ্রাম টেলিভিশন ফোরামের আহবায়ক ইউনুস আলী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, কবি ও সাংবাদিক বাদশাহ সৈকত, ডিবিসি প্রতিনিধি ওয়াহিদুজ্জামান তুহিনসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
কেকে/ এমএস