দিনাজপুরের পার্বতীপুরে চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় ফোনে চ্যাটজিপিটি ব্যবহার করে নকল অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার হয়েছে।
সোমবার (৬ মে) দুপুরে পার্বতীপুর টেকনিক্যাল এন্ড এগ্রিকালচার কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষায় সোমবার পার্বতীপুর টেকনিক্যাল এন্ড এগ্রিকালচার কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহন করেন পাবলিক উচ্চ বিদ্যালয়, সরকারি বঙ্গবন্ধ উচ্চ বিদ্যালয়, ফকির বাজার মাদরাসার ভোকেশনাল শাখা ছাড়াও একই প্রতিষ্ঠান ও কেন্দ্রের ২৮৫ শিক্ষার্থীর মধ্যে ২২০ জন। সকাল ১০টায় শুরু হওয়া ভোকেশনাল শাখার আইটি সাপোর্ট এন্ড আইওটি বেসিক -২ পরীক্ষা চলাকালে অসাদুপায় অবলম্বনের অভিযোগে শেখ রমাজান নামে এক শিক্ষার্থীকে আটক করা হয়।
এ সময় নকলের কাজে ব্যবহৃত একটি স্মার্ট ফোনও উদ্ধার করে কেন্দ্র কর্তৃপক্ষ। তার ব্যবহৃত স্মার্ট ফোনে আগে থেকে ইনস্টল করা ছিলো চ্যাটজিপিটি (কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পন্ন অত্যাধুনিক) সফটওয়্যার। শেখ রমজান পার্বতীপুর টেকনিক্যাল এন্ড এগ্রিকালচার কলেজের শিক্ষার্থী।
কেন্দ্রের সচিব ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু জাফর মো. সায়েম বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা সাড়ে ১২ টার দিকে কেন্দ্রের ১০১ নম্বর কক্ষে মোবাইলের বিশেষ সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে পরীক্ষার উত্তরপত্র লেখার সময় ওই শিক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়। উদ্ধার হওয়া মোবাইলে চ্যাটজিপিটি ব্যবহার করে নকল করার ঘটনার প্রমাণ পাওয়া গেছে।
কেকে/এআর