আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, কুরআন একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা আমাদের জীবনের ভারসাম্য নির্ধারণ করে দিয়েছে। তাই আমাদের সীমালঙ্ঘনের কোনো সুযোগ নেই। নদী যেমন জোয়ার-ভাটা ছাড়া মৃত, ব্যবসা ছাড়াও মানুষের জীবন মৃত।
মঙ্গলবার (৬ মে) আইআইইউসি’র বিজনেস ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘আইআইইউসি বিজনেস ফেস্ট-২০২৫’ -এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নেজামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ট্রেজারার মোহাম্মদ মাহবুবুর রহমান। আলোচনা সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্যাসিফিক জিন্সের পরিচালক লুথমেলা ফারিদ এবং বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট মো. মাশেকুর রহমান খান।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, কুরআন বহু আগেই বিজ্ঞানের নানা বিষয়ে ইঙ্গিত দিয়েছে, কিন্তু আমরা তা উপলব্ধি না করায়, অধ্যয়ন ও গবেষণা না করায় নিউটন বা আইনস্টাইন আবিষ্কারের কৃতিত্ব নিয়ে গেছে। আমরা শুধুমাত্র সওয়াবের নিয়তে কুরআন পড়ি, জ্ঞান অর্জনের জন্য পড়ি না। অথচ কুরআন এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা আমাদের জীবনের ভারসাম্য নির্ধারণ করে দিয়েছে। তাই এর মাঝে সীমালঙ্ঘনের কোনো সুযোগ নেই।
তিনি আরো বলেন, যে ইবাদতের সঙ্গে কর্মের যোগ নেই, সেই ইবাদত পূর্ণ ইবাদত হয়ে ওঠে না। কুরআনের শিক্ষা হলো ধর্ম ছাড়া কর্ম নয়, কর্ম ছাড়া ধর্ম নয়। পবিত্র কুরআন আমাদের যেকোনো কাজ পেশাদারিত্বের সাথে এবং আন্তরিকতার সাথে করতে শেখায়।
অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, মানুষের জীবন ব্যবসা ছাড়া চলতে পারে না। সারা পৃথিবীই চলে ব্যবসার মাধ্যমে। প্রতিটি কাজই এক ধরনের ব্যবসা, প্রতিটি কাজই এক ধরনের বিনিয়োগ। যদি আমরা ভালো বিনিয়োগ করি, তাহলে নিশ্চয় ভালো ফল পাব। আর বিনিয়োগ যদি সঠিক না হয়, তাহলে ফলও ভালো হবে না। এখানে উপস্থিত আপনাদের প্রতি আমার আহ্বান— আপনারা ভবিষ্যতে শুধু চাকরি খুঁজবেন না, বরং অন্যদের চাকরি দেওয়ার সক্ষমতা তৈরি করবেন।
আলোচনা সভার আগে ড. মোহাম্মদ আলী আজাদী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অতিথিদের নিয়ে বিজনেস ফেস্টের প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
ফেস্টটি ঘিরে আয়োজকরা আশা করছেন, দেশের বিভিন্ন ব্যবসায়িক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থী, চাকরি-প্রার্থী ও উদ্যোক্তাদের একটি কার্যকর সংযোগ তৈরি হবে। বর্ণাঢ্য এ আয়োজনের মধ্যে ছিল— এসএমই মেলা, চাকরি মেলা, শিক্ষা মেলা, পোস্টার প্রেজেন্টেশন, ক্যালিগ্রাফি ও ফটোগ্রাফি প্রদর্শনী, কর্পোরেট সেমিনারসহ নানা কার্যক্রম, যা অংশগ্রহণকারীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।
কেকে/এজে