মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রবাসীর স্ত্রীসহ তিনজনকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহতরা হলেন সৌদি প্রবাসী মো. মনির মোল্লার স্ত্রী তানিয়া বেগম ( ৩০), শ্যালক শরীফ ( ২৮) ও মেয়ে মেহেতাজ।
সোমবার (৫ মে) বিকালে নাছিমা বেগম ও তার স্বামী রানা সেলিম তানিয়া বেগমের বসতঘরের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
টঙ্গীবাড়ী উপজেলার মান্দ্রা গ্রামের মৃত মোবারক খানের মেয়ে ও সোদি প্রবাসী মনির মোল্লার স্ত্রী তানিয়া বেগমের সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে পাশের বাড়ির মোহাম্মদ খানের মেয়ে নাছিমা বেগম গংদের সঙ্গে বিরোধ চলছিল। এরই জের ধরে গালিগালাজের কারণ জিজ্ঞেস করলে নাছিমা বেগম ও তার স্বামী আরো রেগে গিয়ে তানিয়া বেগমের বাড়ি ভাঙচুর করার চেষ্টা করে।
তানিয়া ও তার ভাই শরীফ বাড়ি ভাঙচুরে বাধা দিলে নাছিমা বেগম গংরা ক্ষিপ্ত হয়ে তাদের মারধর করে। তানিয়াকে মারধর করতে দেখে মেয়ে মেহেতাজ (৮) এগিয়ে আসলে তাকেও ধাক্কা দিয়ে পাশের ডোবায় ফেলে দেয়। মেয়েকে বাঁচাতে গেলে সেখানেও তানিয়ার ওপর হামলা করে নাছিমা গংরা। পরে তাদের ডাকচিৎকারে অন্যান্য প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান।
এ ঘটনায় আহত তানিয়া বেগম বাদী হয়ে ৬ই মে মঙ্গলবার টঙ্গীবাড়ী থানায় রানা সেলিম (৪৩) ও নাসিমা বেগম (৪০) সহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে তানিয়া বেগম জানান, আমার মা বাবা কেউ নেই। আসামিরা প্রতিনিয়ত আমাদের সম্পত্তি দখল করার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে আসছে এর পূর্বেও কয়েকবার আমাদের মারধর করেছে। আমরা নিরুপায় হয়ে আইনের শরণাপন্ন হয়েছি। তাদের সঙ্গে আমাদের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা ওসি মহিদুল ইসলাম জানান, এ ঘটনায় টঙ্গীবাড়ী থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএস