গাজীপুরের গাছা থানার হারিকেন এলাকায় ট্রাকচাপায় এক নারী শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।
মঙ্গলবার (৬ মে) সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনার পর ওই মহাসড়ক অবরোধ করা হয়।
গাজীপুর ট্রাফিক পুলিশের উপপুলিশ কমিশনার অশোক কুমার পাল খোলা কাগজকে জানান, হারিকেন বাসস্ট্যান্ড এলাকায় এক নারী শ্রমিককে অজ্ঞাত একটি ট্রাকচাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। ঘটনার পর সকাল সাড়ে ৮টার দিকে সহকর্মী শ্রমিকেরা ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী, চালক ও পথচারীরা।
ট্রাকচাপায় এক নারী শ্রমিক নিহতের জেরে শ্রমিকরা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে বলে জানায় পুলিশ।
কেকে/এএস