মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলামের ওপর বর্বরোচিত হামলা ও মারধরের ঘটনায় সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকসমাজ।
সোমবার (৫ মে) দুপুরে মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের আয়োজন করে ‘শিক্ষক কর্মচারী সমাজ’, মানিকগঞ্জ সদর উপজেলা শাখা। মানববন্ধন শেষে হামলার সঠিক ও দৃষ্টান্তমূলক বিচার চেয়ে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, খাবাশপুর লাবণ্য প্রভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, হেলাচিয়া মাহেদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুর রহমান, কুমুল্লী বাচ্চু মিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা, আফরোজা-রমজান গার্লস স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক মো. আরশেদ আলী এবং সাবেক সহকারী শিক্ষক কাশিনাথ সরকার প্রমুখ।
বক্তারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
কেকে/এএস