গাজীপুরের কাপাসিয়ার রায়েদ ইউনিয়নের দরদরিয়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেড়ে ভিত্তিহীন অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে গতকাল শনিবার দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। এ সময় বক্তারা ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা জানান, উপজেলার দরদরিয়া গ্রামের আনছার আলীর ছেলে মিলন মিয়ার সাথে প্রতিবেশি শিক্ষা নবীশ আইনজীবী আরিফুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলমান রয়েছে। ২০১৮ সালে আরিফুলের আবেদনের প্রেক্ষিতে এ বিষয়ে আদালতে একটি মামলা এবং অস্থায়ী নিষেধাজ্ঞা চলমান রয়েছে।
সম্প্রতি মিলন মিয়া ও তার সহযোগী ফজলুল হক বিচারাধীন ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিটি জবর দখলের চেষ্টা চালায়। স্থানীয়দের বাধায় এ বিষয়ে সুবিধা করতে না পেরে গত কয়েকদিন আগে তারা আরিফুলের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মানববন্ধনের আয়োজন করেন। তারা সেখানে আরিফুলকে আওয়ামী লীগের দোসর, মামলাবাজ ও মাদক কারবারী বলে দাবি করেন।
কিন্তু সত্যিকারভাবে আরিফুল কখনোই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না। তিনি একজন শিক্ষানবীশ আইনজীবি হিসেবে এলাকার বিপদাপন্ন মানুষকে সঠিক পরামর্শ দিয়ে উপকার করে থাকেন এবং মাদকসহ নানা অপরাধমূলক কাজের কঠোর বিরোধিতা করে থাকেন।
আরিফুল ইসলাম মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার করে যারা তার সুনাম ক্ষুণ্ণ করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ বিষয়ে মিলন মিয়া জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলায় আসামি করে আরিফুল তাকে জেল খাটিয়েছেন। আরিফুলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার দাবি করেন তিনি।
কেকে/ এমএস