নারী সংক্রান্ত এক ঘটনায় সালিশের মাধ্যমে অর্থ লেনদেনের অভিযোগে রংপুর সদর উপজেলার জাতীয় পার্টির সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩ মে) রাতে রংপুর শহরের পালিচড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ।
সদর কোতয়ালী থানার ওসি অলিভ মাহমুদ বলেন, এক নারী নির্যাতনের ঘটনার সালিশ চলাকালে নগদ ১৪ লাখ টাকা ও ২ লাখ টাকার একটি চেক আদায়ের অভিযোগে মিলনকে গ্রেফতার করা হয়েছে। তাকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদ্যপুস্করিনী ইউনিয়নের এক নারীকে ঢাকায় নিয়ে গিয়েছিলেন রহমান মিয়া নামের এক ব্যবসায়ী। ঢাকায় ফেরার পর ওই নারী পরিবারকে জানান, তিনি শারীরিক ও যৌন হয়রানির শিকার হয়েছেন। পরে স্থানীয়ভাবে সালিশের আয়োজন করা হয়, যেখানে মিলনসহ কয়েকজন মধ্যস্থতা করেন।
সালিশে অভিযুক্ত ব্যবসায়ী রহমান মিয়ার কাছ থেকে মেয়েটির বিয়ের দাবিতে ১৪ লাখ টাকা নগদ এবং ২ লাখ টাকার একটি চেক আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়, এই টাকার একটি অংশ স্থানীয়ভাবে বণ্টন করা হয় এবং চেকটি মিলনের হেফাজতে রাখা হয়।
রহমান মিয়া পরে থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তদন্ত করে মিলনকে গ্রেফতার করে।
ওসি অলিভ মাহমুদ বলেন, তদন্তের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএম