সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
দেশজুড়ে
এনপিসিবিএলের সাথেই হচ্ছে রূপপুর নিউক্লিয়ার প্লান্টের বিদ্যুৎ ক্রয় চুক্তি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৬:৪৯ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ ক্রয়ের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিউকিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এর সাথে পিপিএ স্বাক্ষরের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহন করেছে। মন্ত্রণালয় এক পত্রে এই সিদ্ধান্তের বিষয়টি সম্প্রতি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে জানিয়েছে।

এদিকে পিপিএ স্বাক্ষরে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়ে এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও রূপপুর এনপিপির প্রকল্প পরিচালক ড. মো.জাহেদুল হাসানের সাহসী এবং অবিচল প্রচেষ্টা ছিল বলে প্রকল্পে কর্মরত কর্মকর্তারা জানিয়েছেন। 

শুক্রবার (২ মে) রূপপুর সাইট অফিসে এই উপলক্ষে ধন্যবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন এনপিসিবিএল এর ম্যানেজিং ডিরেক্টর ও রূপপুর নিউকিয়ার পাওয়ার প্লান্ট প্রকলের পিডি ড. মো. জাহেদুল হাসান। চিফ ইঞ্জিনিয়ার মো. হাসমত আলী, পিপিএস-এর চিফ এস এম মাহমুদ আরাফাত, প্রকল্পে কর্মরত সকল ম্যানেজার, ডেপুটি ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

এসময় কেক কেটে এবং ড. জাহেদুল হাসানকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। সভায় চিফ ইঞ্জিনিয়ার হাসমত আলী এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও রূপপুর এনপিপির প্রকল্প পরিচালক ড. জাহেদুল হাসান দায়িত্ব নেয়ার পর থেকে প্রজেক্টের গতি বৃদ্ধি, শতভাগ কোয়ালিটি নিশ্চিতকরণ এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে প্রজেক্টকে এগিয়ে নেয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

ডিজাইন টিম, কোয়ালিটি টিম, কমিশনিং টিমসহ অন্যান্য গুরুত্বপূর্ণ টিমগুলোকে পুনর্বিন্যাস করে এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করে কার্যক্রম ট্র্যাকিং ও বিতরণের মাধ্যমে রাশিয়ান পার্টনারদের সাথে সফলভাবে কমিশনিং টেস্ট সম্পন্ন করায় তার নেতৃত্বের প্রশংসা করেন তিনি। 

সভায় ড. জাহেদুল হাসান বলেন, সম্প্রতি রূপপুর প্লান্টের পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (পিপিএ) নিয়ে কিছু ধোঁয়াশা তৈরি হয়েছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় যথাযথ সিদ্ধান্ত নিয়েছে। এনপিসিবিএলের সাথেই বিদ্যুৎ ক্রয় চুক্তি করা হবে। তিনি এসময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে এই যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। 

তিনি আরো বলেন, ২০১৫ সালের ‘নিউক্লিয়ার অ্যাক্ট’-এর মাধ্যমে এনপিসিবিএল প্রতিষ্ঠিত হয়। যেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রজেক্ট শেষে সকল অ্যাসেট এবং দায়-দায়িত্ব এনপিসিবিএলের কাছে হস্তান্তর করা হবে। এনপিসিবিএল একটি অপারেটিং অর্গানাইজেশন হওয়ায় এলএনডিসি ম্যানেজমেন্ট থেকে শুরু করে অপারেশন, রক্ষণাবেক্ষণ এবং রেডিওএক্টিভ ওয়েষ্ট ম্যানেজমেন্টসহ সকল দায়িত্ব এনপিসিবিএলের অধীন। ফলে, বিদ্যুৎ ক্রয় চুক্তিও এনপিসিবিএলের সাথেই হওয়া যুক্তিযুক্ত। পিপিএস-এর চিফ মাহমুদ আরাফাত এনপিসিবিএল ম্যানেজমেন্টকে সংশ্লিষ্ট দায়িত্ব পালনে আরো শক্তিশালী হওয়ার আহব্বাান জানিয়ে সভা শেষ করেন।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  এনপিসিবিএল   রূপপুর নিউক্লিয়ার   বিদ্যুৎ ক্রয় চুক্তি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close