ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। এ উপলক্ষে প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় সদস্যরা আলোচনায় অংশ নেন। সভার শুরুতেই ক্লাবের প্রয়াত সাংবাদিকদের নাম উল্লেখ করে তাদের কর্মময় জীবনের স্মৃতিচারণ করা হয় এবং তাদের রুহের মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
আলোচনা সভায় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম তালুকদার ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করেন এবং তরুণ সাংবাদিকদের আগামীর পথনির্দেশনা তুলে ধরেন।
আলোচনায় বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা ও তথ্যপ্রবাহ নিশ্চিত করতে প্রেস ক্লাবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সব সদস্য ও সাংবাদিকদের শুভেচ্ছা জানান এবং সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা পূর্ব এক বর্ণাঢ্য র্যালি ঈশ্বরগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ভোজের আয়োজন করা হয়।