ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নে ‘বাঞ্ছারামপুর শেখ হাসিনা’ কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম ‘উলুকান্দি কলেজ’।
রোববার (২৭ এপ্রিল) ১৬টি স্কুল, ৩টি স্কুল অ্যান্ড কলেজ ও ২টি কলেজসহ ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করা হয়েছে। আরো কিছু প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হবে। সেই প্রক্রিয়ায় চলছে।
আদেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বলেছে, ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ বাতিলের বিষয়ে চলতি বছরের ১৬ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে।
এদিকে, নাম পরিবর্তনের আদেশের কথা জানার পর পরই পাহাড়িয়াকান্দি এলাকার স্থানীয় বাসিন্দা, কলেজের শিক্ষার্থী, শিক্ষকদের মাঝে আনন্দ ও খুশি হতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, শেখ হাসিনার নামের কারণে কলেজের উন্নয়ন পিছিয়ে যাচ্ছিল।
কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যক্তি নামে হওয়া উচিত নয়।
কেকে/এএস