সিরাজগঞ্জের রায়গঞ্জে ধামাইনগর ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি জমা দেন তারা। রায়গঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক বোরহান উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সিপার আল হাসান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসেন সোহান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসকেন্দার মির্জা জুয়েল, জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গত ৫ আগস্ট ফ্যাসিবাদ সরকার পতনের পর রায়গঞ্জের ৮টি ইউনিয়নে চেয়ারম্যানদের অপসারণ করা হলেও ধামাইনগর ইউনিয়নের চেয়ারম্যান এখনো বহাল থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য আওয়ামী দোসরদের নিয়ে ষড়যন্ত্র করে আসছে।
তাই এ চেয়ারম্যানকে এখনই অপসারণ করা না হলে জুলাই আগস্টের হাজারো শহিদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে বলে জানান তারা।
কেকে/এএস