নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি খাস জমি ও ব্যক্তি মালিকানাধীন ফসলি জমির মাটি কাটার অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। এতে হুমকির মুখে পড়েছে এলাকার রাস্তা-ঘাট ও কৃষিজমি। ভুক্তভোগীরা বিভিন্ন দফতরে অভিযোগ করেও কোনো ফল পাচ্ছেন না। কেউ প্রতিবাদ করলেই মিথ্যা মামলা ও হামলার ভয় দেখানো হচ্ছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর এলাকায় আস্থা ফিড কোম্পানির পরিচালক সাইফুল ইসলাম বাবুর নেতৃত্বে নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল হোসেনের মাধ্যমে এই মাটি কাটা ও বিক্রি করা হচ্ছে।
ইকবাল হোসেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কয়েকজন নেতাকে নিয়ে একটি প্রভাবশালী চক্র গড়ে তুলে দীর্ঘদিন ধরে মাটি ব্যবসা চালিয়ে আসছেন। জমি থেকে পুকুরের মতো মাটি কাটা হচ্ছে এতে করে পাশের জমি ভেঙ্গে যাচ্ছে ফলে বাধ্য হয়েই জমির মালিকরা কম দামে তাদের জমি বিক্রি করছেন। কৃষকরা তাদের বিরুদ্ধে বিভিন্ন দফতরে অভিযোগ করেও কোনো ফল পাচ্ছেন না। এছাড়া লাধুরচর মৌজার প্রায় ২৪০ শতাংশ সরকারি খাস জমি থেকে তিন লাখ ঘনফুট বালু উত্তোলন করে প্রায় ৩০ লাখ টাকায় বিক্রি করা হয় আস্থা ফিড কোম্পানিতে। জমিগুলো দখলে নিতে ভুয়া দলিল তৈরি করারও অভিযোগ রয়েছে।
জ্যোৎস্না বেগম নামের এক নারী জানান, তার ৩৬ শতাংশ ফসলি জমির মাটি কেটে নেয়। তিনি বাধা দিলেও মিথ্যা মামলা ও হামলার ভয় দেখানো হচ্ছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, ইকবাল হোসেন প্রভাব খাটিয়ে সাধারণ কৃষকদের জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নিচ্ছেন। কেউ প্রতিবাদ করলে তাদেরকে মামলা ও ভয়-ভীতি প্রদর্শনের মুখোমুখি হতে হয়।
নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল হোসেন জানান, মাটি কাটার বিষয়ে তিনিও তার লোকজন জড়িত নন। মাটি কাটার পুরো বিষয়টি আস্থা ফিড কোম্পানীর।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আস্থা ফিড কোম্পানির পরিচালক সাইফুল ইসলাম বাবু বলেন, ‘আমরা আমাদের ক্রয়কৃত জমি থেকেই মাটি কেটেছি। এখানো কোনো খাস জমি বা কারো ব্যক্তিগত জমি নেই।’
বারদী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করেছি। মাটি কাটার বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, ‘বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি। আদালতের নির্দেশনা অনুযায়ী আপাতত মাটি কাটা বন্ধ রাখা হয়েছে।’
কেকে/ এমএস