নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশিষ্ট কণ্ঠশিল্পী বেবী নাজনীন।
বৃহস্পতিবার (১ মে) বিকালে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কিশোরগঞ্জ উপজেলা ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচন ছাড়া একটি দায়বদ্ধ সরকার হয় না, থাকে না সরকারের জবাবদিহিতা। ফলে যে সরকারের দায়িত্ব থাকে, সে সরকারই আমরা চাই নির্বাচনের মাধ্যমে আসুক।
বেবী নাজনীন বলেন, বিএনপি চায়, তারেক রহমান চান, আমরা সবাই চাই জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের গত ১৭ বছরে কেউ ভোট দিতে পারেনি। আমরা ভোটাধিকার ফিরিয়ে দিয়ে আগামী প্রজন্মের ভবিষ্যৎ রক্ষা করতে চাই।
তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া চিকিৎসার আগে বলেছিলেন— দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো, যত ষড়যন্ত্রই হোক।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক দেলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক আহ্বায়ক আহসান হাবীব ময়না।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সৈয়দপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য শওকত চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ লিটন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, সদস্য মাসুদ রানা পাটোয়ারী প্রমুখ।
পরে বিকালে বেবী নাজনীনকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে মে দিবস উপলক্ষে কিশোরগঞ্জ নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, নির্মাণ শ্রমিক দলের আহ্বায়ক তহুবার রহমান তহু।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগেও পৃথক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমির হাফেজ মাওলানা আব্দুল মুন্তাকিম, কিশোরগঞ্জ উপজেলা আমির আব্দুর রশিদ শাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম রতন, সহসাধারণ সম্পাদক শিব্বির আহমেদ ও রবিউল ইসলাম।
হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের র্যালিতে নেতৃত্ব দেন সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহিদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু ও দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।
এ ছাড়া কিশোরগঞ্জ উপজেলা পরিবহন শ্রমিক সমবায় সমিতি, কার ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এবং অটো ও সিএনজি শ্রমিক সমিতি বর্ণাঢ্য র্যালির আয়োজন করে।
কেকে/এএম