অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ট্রাক ও ভেকু জব্দ, ড্রেজার ধ্বংস
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ এপ্রিল, ২০২৫, ২:৩৫ পিএম

ছবি: খোলা কাগজ
ফসলি জমিতে গভীর গর্ত খুঁড়ে ভূ-গর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মধ্যমকুড়া সুতানাল দিঘীরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
অভিযানকালে ফসলি জমিতে ৩০-৪০ ফুট গভীর গর্ত করে ভূ-গর্ভস্থ বালু উত্তোলনের দায়ে ৩টি ট্রাক ও একটি এক্সকেভেটর (ভেকু) জব্দ করা হয়। এছাড়াও বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালোচালিত একটি মিনি ড্রেজার ও মাচা ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কেকে/এএস