শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      
লাইফস্টাইল
ক্যানসারের ঝুঁকি কমায় যেসব খাবার
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৫:৫৩ পিএম
ক্যানসারের ঝুঁকিমুক্ত খাবার | ছবি : সংগৃহীত

ক্যানসারের ঝুঁকিমুক্ত খাবার | ছবি : সংগৃহীত

বর্তমান বিশ্বে দুরারোগ্য রোগের মধ্যে সবচেয়ে আতঙ্কজনক রোগ ক্যানসার। দিন দিন ক্যানসার রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ক্যানসারমুক্ত থাকার জন্য জীবনযাপনে সচেতনতা অবলম্বন করা উচিত। ভারতীয় ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক তরাগ কৃষ্ণ কিছু খাবারের কথা বলেন, যা ক্যানসারের ঝুঁকি কমতে পারে।

১. ব্রকলি : ক্যানসার প্রতিরোধে ব্রকলি খুবই কার্যকর একটি খাবার। তবে প্রতিদিন ব্রকলি খাওয়ার বেলায় অবশ্যই তাজা ব্রকলি বেছে নিতে হবে। ব্রকলি ভেজে খাওয়া উচিত নয়। জলপাই তেলে অল্প করে সটে করে নিতে হবে। এ সময় বেশি মশলাও ব্যবহার করা উচিত নয়। সামান্য লবণ এবং গোলমরিচ গুঁড়া ব্যবহার করতে পারেন।

২. ব্লুবেরি : ব্লুবেরিতে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, বিশেষ করে অ্যান্থোসায়ানিন। এই উপাদান নিয়মিত খেলে, ক্যানসার হওয়ার সম্ভাবনা কমাতে পারে। অ্যান্থোসায়ানিন র‌্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে এবং কোষের ক্ষতি রোদে ভূমিকা রাখতে পারে, এতে ক্যানসার হওয়ার সম্ভাবনা কমে।

৩. টমেটো : টমেটোতে প্রচুর পরিমাণে লাইকোপিন থাকে। তাই ক্যানসারের ঝুঁকি কমাতে টমেটো খুব কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে টমেটো সরাসরি না খাওয়াই উত্তম। টমেটো থেকে সর্বোচ্চ উপকৃত হতে চাইলে টমেটো খাওয়ার আগে সামান্য গ্রিল করে নেওয়া ভালো। অল্প গ্রিল করা অবস্থায় খেলে টমেটোর লাইকোপিন সহজে শোষিত হয়।

ব্রকলি এবং ব্লুবেরি দুটি খাবারই ক্যান্সার প্রতিরোধে বেশ কার্যকর। তবে আমাদের দেশে এই খাবারগুলো খুব সহজলভ্য নয়। তাই সাধারণ পরিবারের মানুষের জন্য এই খাবারগুলো বেশ খরচসাপেক্ষ। তাই এই খাবারগুলোর কিছু সহজলভ্য প্রতিস্থাপক বাছাই করতে পারেন।

৪. ফুলকপি : ফুলকপিও ক্যানসার প্রতিরোধে ভূমিকা রাখতে পারে। তবে চাষের সময় কীটনাশক ব্যবহার করা হলে ফুলকপির গুণাগুণ নষ্ট হয়ে যায়। যারা গ্লুটেন মুক্ত খাবারকে প্রাধান্য দেন, তারা অনায়াসে ফুলকপিকে খাদ্যতালিকায় রাখতে পারেন।

৫. আপেল : ক্যানসার প্রতিরোধে ব্লবেরির প্রতিস্থাপক হতে পারে আপেল। চিকিৎসকরা রোগ প্রতিরোধে আপেলকে বেশ কার্যকরী হিসেবে বিবেচনা করেন। তবে অবশ্যই প্রাকৃতিকভাবে উৎপন্ন আপেল যাতে মোমের প্রলেপ বা কোনো রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসেনি সেসব আপেল। স্বাস্থ্যকর আপেল চেনার উপায় হলো, এর কৃত্রিম চাকচিক্য এবং সুন্দর আকার। টকটকে লাল এবং বড় আকৃতির আপেল বেশি উপকারী নয়। বরং ফ্যাকাশে রং এবং এবড়োথেবড়ো আকৃতি প্রকৃতপক্ষে স্বাস্থ্যকর।

তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফের পিএস বিতর্কে আসিফ
ভাগ পেতেন ডিসি-এসপিরাও
রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই
কুমিল্লায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close