‘ক্যানসার’ শব্দটি শুনলে যে কেউ আঁতকে ওঠেন। অনেকেই মনে করে থাকেন এটি একটি মারাত্মক ব্যাধি। তবে চিকিৎসাবিজ্ঞান আর উন্নতি প্রযুক্তির অগ্রগতির ফলে এ ধারণাগুলো আর মোটেই সত্য নয়, ক্যান্সারও নিরাময় সম্ভব। নিয়মিত চেক-আপ এবং স্ক্রিনিংয়ের মাধ্যমে ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো শনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নিয়ে ভারতের অ্যাপোলো হসপিটালস জুবিলি হিলসের সার্জিক্যাল অনকোলজিস্ট ডা. আজেশ রাজ সাকসেনা বলেন, ক্যান্সারের ঝুঁকি থেকে বাঁচার সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ধারকগুলোর মধ্যে একটি হলো প্রাথমিক শনাক্তকরণ।
ডা. সাকসেনার মতে, কিছু লক্ষণ রয়েছে যা কোনোভাবেই এড়িয়ে যাওয়া উচিত নয় যেমন :
১. দ্রুত ওজন হ্রাস
হঠাৎ করে ওজন কমে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল, অগ্ন্যাশয় বা ফুসফুসের ক্যানসারের মতো মারাত্মক রোগের লক্ষণ হতে পারে।
২. সারাক্ষন ক্লান্ত লাগা
সারাক্ষন ক্লান্ত অনুভব হওয়া যা গভীর বিশ্রামের মাধ্যমে উপশম হয় না এটি হতে পারে লিউকেমিয়া, কোলন বা পাকস্থলির মতো ক্যানসারের প্রাথমিক লক্ষণ।
৩. হঠাৎ মাংসপিণ্ডের উৎপত্তি
হঠাৎ করে ঘাড়, স্তন, অণ্ডকোষ বা পেটে কোনো ধরণের মাংসপিণ্ড বা ফোলাভাব দেখা দেয় তাহলে এটি ক্যানসারের প্রাথমিক লক্ষণ।
৪. অন্ত্রের স্বাস্থ্যের পরিবর্তন
দীর্ঘমেয়াদী ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, অথবা মলে রক্ত আসা হতে পারে কোলোরেক্টাল ক্যানসারের সম্ভাব্য প্রাথমিক লক্ষণ।
৫. অস্বাভাবিক রক্তপাত
মেনোপজের পরে বা মাসিকের মধ্যে যোনিপথে রক্তপাত বা স্তনবৃন্ত থেকে রক্ত ফুসফুস ও স্তন ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলির মধ্যে একটি।
৬. কাশি
মাত্রাতিরিক্ত কাশি বিশেষ করে ধূমপায়ী ব্যক্তিদের ক্ষেত্রে এটি ফুসফুসের ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে।
৭. ত্বক বা আঁচিল
সব ধরনের আঁচিল কিন্তু ক্ষতিকর নয় তবে যদি কোনো আঁচিল ক্রমাগত বড় হয় সেক্ষেত্রে তা ত্বকের ক্যানসারের লক্ষণ হতে পারে
৮. সহজে ক্ষত না সারা
মুখের মধ্যে, ত্বকে, বা শরীরের অন্যান্য জায়গায় নিরাময় হতে না চাওয়া দীর্ঘস্থায়ী ক্ষত হতে পারে ত্বক বা মুখের ক্যানসারের সম্ভাব্য লক্ষণ।
সূত্র : হিন্দুস্তান টাইমস
কেকে/এএম