মঙ্গলবার, ৬ মে ২০২৫,
২৩ বৈশাখ ১৪৩২
বাংলা English

মঙ্গলবার, ৬ মে ২০২৫
শিরোনাম: বিদেশি কূটনীতিকদের মন্তব্যে নির্বাচন বিলম্বের ইঙ্গিত       বৈষম্যবিরোধী সরকারের বৈষম্যমূলক আচরণ      আলিফ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেফতার দেখানো হলো      কোরবানির পশুতে স্বয়ংসম্পূর্ণ দেশ      হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় আটক ৫৪      হাতিরঝিলে চলাচলে শৃঙ্খলা বাড়াতে রাজউক চেয়ারম্যানের নির্দেশনা      ইসরায়েলি বর্বরতায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত      
গ্রামবাংলা
নিজেই দোসর হয়ে এসিল্যান্ডকে বলেন ফ্যাসিবাদের দোসর
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৪:৫৭ পিএম  (ভিজিটর : ২৫৩)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

অভৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করায় চারজন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জেল প্রদান করায় নাগেশ্বরী সহকারী কমিশনার (ভূমি)মাহমুদুল হাসানের উপর ক্ষেপেছেন নাগেশ্বরী পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশরাফুল ইসলাম ইসরাইল।
 
বালু ব্যবসায়ীদের পক্ষ নিয়ে প্রভাব দেখিয়ে ছেড়ে দেয়ার তদবীরে সহকারী কমিশনার (ভুমি) সাড়া না দিয়ে জেল দেয়ায় মূলত ক্ষেপে যান সাবেক এ কাউন্সিলর। তার ফেসবুক পোস্টে লেখেন, ‘সাত কর্মদিবসের মধ্যে ফ্যাসিবাদের দোসর দুর্নীতিগ্রস্থ বদমেজাজী নাগেশ্বরী উপজেলার এসিল্যান্ডকে প্রত্যাহার ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’ 

এদিকে এ ঘটনায় উপজেলা জুড়ে নানা সমালোচনার সৃষ্টি হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী নেতাদের সাথে তার বেশ কিছু ছবি এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। তাতে অনেকে মন্তব্য করছেন, ৫ আগস্টের আগে আওয়ামী লীগের নেতাদের কাছের মানুষ ইসরাইল এখন দল পাল্টিয়ে অন্যকে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করছেন। চোরকে পিটিয়ে হত্যা মামলার আসামি ইসরাইল মামলা থেকে বাঁচতে সম্প্রতি একটি ইসলামিক দলে ভিড়েছেন।
 
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নাগেশ্বরী পৌর এলাকার ১ নং ওয়ার্ডের বাগডাঙ্গা বিলে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। অভিযোগ পেয়ে ২০ এপ্রিল বিকাল ৩টায় অভিযান চালায় নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। এসময় ভ্রাম্যমান আদালতে বালু ব্যবসায়ী আশরাফুল আলম (৩৪), আলমগীর হোসেনকে (৩৭) তিন দিন আব্দুল লতিফ (৩৮) ও মনিরুজ্জামানকে (৪০), বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ধারা লঙ্ঘন অপরাধে পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন। এ সময় বালু তোলার পাইপ ভেঙে দেয়া হয়। 

স্থানীয়রা জানান, বালু ব্যবসায়ীদের পক্ষ নিয়ে সাবেক কাউন্সিলর ভ্রাম্যমান আদালতকে প্রভাবিত করার চেষ্টা করেন। সুযোগ না পেয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি)র বিরুদ্ধে পোস্ট করেন। পোস্টে সহকারী কমিশনারকে (ভূমি) ফ্যাসিবাদের দোসর, দুর্নীতিগ্রস্থ ও বদমেজাজী বলে উল্লেখ করে এ কর্মকর্তার অবিলম্বে প্রত্যাহারসহ বিচারের দাবিও করেন তিনি। 

এদিকে ওই পোস্টের স্ক্রিনসট ব্যবহার করে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান অফিসিয়াল ফেসবুক আইডিতে লিখেছেন ‘অবৈধ বালু তোলা ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা যদি অপরাধ হয়, তবে আমাকে কালই প্রত্যাহার করুন। গরীবের জমি রক্ষায় পাশে দাঁড়ানো যদি দোষ হয়, আমাকেও দোষী মানুন। সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বললে যদি আমি বদমেজাজী হই, তবে বিচার করুন।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি পোস্ট নিয়ে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে লিখেছেন একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। 

এ বিষয়ে সাবেক কাউন্সিলর আশরাফুল ইসলাম ইসরাইল ফেসবুকে পোস্ট করার কথা স্বীকার করে বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময়ে আমি ঘটনা স্থলে গেলে এসিল্যান্ড আমাকে লাঞ্ছিত করে। বিষয়টি ডিসি, ইউএনওকে মৌখিক ভাবে অভিযোগ করি। 

এ প্রসঙ্গে নাগেশ্বরী সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, সাবেক কাউন্সিলরকে লাঞ্ছিত করার কোন ঘটনা ঘটেনি। তিনি লাঞ্ছিত করার যে অভিযোগটি করেছেন তা বানোয়াট ও ভিত্তিহীন। কেননা তিনি ছিলেন নদী ওপারে প্রায় ১৫০ মিটার দূরে। আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করি অন্য প্রান্তে। ভ্রাম্যমাণ আদালত চলার সময় বিক্ষুব্ধ জনগণ ড্রেজার ও পাইপ ভেঙে ফেলেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শংকায় আমরা চলে আসি।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  দোসর   এসিল্যান্ড   ফ্যাসিবাদ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিদেশি কূটনীতিকদের মন্তব্যে নির্বাচন বিলম্বের ইঙ্গিত
বৈষম্যবিরোধী সরকারের বৈষম্যমূলক আচরণ
শিক্ষার্থীদের পেটাবে রাবি ছাত্রদল, পরিকল্পনার স্ক্রিনশট ফাঁস!
বান্দরবানে নারীর মরদেহ উদ্ধার, ধর্ষণ ও হত্যার অভিযোগ
ধর্ম উপদেষ্টার সঙ্গে হাইআতুল উলইয়ার প্রতিনিধিদলের বৈঠক

সর্বাধিক পঠিত

প্রকৌশলী তুহিনের মুক্তির দাবীতে গঙ্গাচড়ায় বিক্ষোভ মিছিল
বাঞ্ছারামপুরে অভিযুক্ত কোটিপতি কাজী এখনো ধরাছোঁয়ার বাইরে
দুই দফা দাবিতে বান্দরবান বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন
বৈষম্যবিরোধী সরকারের বৈষম্যমূলক আচরণ
গোবিপ্রবিতে শিক্ষকদের পাঠদান ও গবেষণায় দক্ষতা বৃদ্ধিবিষয়ক কর্মশালা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close