মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫,
১২ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম: হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের      দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম      ঐকমত্য কমিশনের শেষ বৈঠক, মঙ্গলবার সুপারিশ পেশ      মঙ্গলবার সন্ধ্যায় উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড় মোন্থা      সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ      সালমান শাহ ইস্যুতে এবার মুখ খুললেন শাবনূর      আমলাতন্ত্রের সঙ্গে সংঘাত নয়, কাজ কমিয়ে দেওয়া হবে      
দেশজুড়ে
মাদারীপুরের রাজৈরে সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৭:২৪ পিএম আপডেট: ১৪.০৪.২০২৫ ৭:২৯ পিএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাদারীপুরের রাজৈরে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে রাজৈর প্রশাসন।
 

রোববার (১৩ এপ্রিল) রাতে সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণে আনলেও আজ সোমবার সকালে পরিস্থিতি অস্থির হয়ে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখে উপজেলা প্রশাসক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য উপজেলার কয়েকটি এলাকায় ১৪৪ জারি করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকালে শুরু হওয়া সংঘর্ষ ৪ ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু সোমবার সকাল থেকেই দুই পক্ষ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে প্রস্তুতি নিতে থাকে। এমনকি এই উত্তেজনা উপজেলার কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ে।
 
অতিরিক্ত পুলিশ মোতায়ন থাকলেও যেভাবে দুই পক্ষ বিভিন্ন এলাকায় মারমুখী হয়ে আছে তাতে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা শুরু হতে পারে।  পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজৈর উপজেলা প্রশাসন এক অফিস আদেশে রাজৈর বাজার, পশ্চিম রাজৈর, বদরপাশা ও গোপালগঞ্জ গ্রামে ১৪৪ ধারা জারি করেছে।
 
যে সব এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে সে এলাকায় এক বা একাধিক ব্যক্তির চলফেরা, সভা সমাবেশ, শোভাযাত্রা, মাইকের ব্যবহার, লাঠিসোটা বা যেকোনো আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ঘোষাণা করার কথা অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। এ আদেশ আজ দুপুর ১টা থেকে রাত ১টা পর্যন্ত কার্যকর থাকবে।

এদিকে, অতিরিক্ত পুলিশ মোতায়ানের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ খান বলেন, সকাল থেকে একাধিকবার দুই পক্ষই বিভিন্ন স্থানে আবার সংঘবন্ধ হওয়ার চেষ্টা করেছে। আমরা তাদের সংঘবন্ধ হতে দিইনি। সেসব স্থানে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে, সে স্থানগুলো পুলিশের কড়া নজরদারিতে আছে। পুলিশ সর্বোচ্চ সতর্ক আছে।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। স্থানীয়দের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

উল্লেখ্য, মাদারীপুরের রাজৈরে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষ অন্তত ৪০টি ককটেল বিস্ফোরণ ঘটালে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। সাড়ে চার ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। এ ঘটনার জেরে আজ সোমবার ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

কেকে/ এএস


মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গভীর রাতে ১১ জনকে পিটিয়ে জখম করল যুবক, অতঃপর...
ভালুকায় সওজের ড্রেন এখন ভোগান্তির কারণ
বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক
গৌরনদীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, নার্সদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ
হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে স্কুল কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ, বিতর্কে প্রধান শিক্ষক ছিদ্দিকুর
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের দাবিতে লোহাগাড়ায় গণসংযোগ
রাণীশংকৈলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ও সুপ্রিম সিড কোম্পানির চুক্তি
গৌরনদীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, নার্সদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close