মাগুরার শালিখায় বৈদ্যুতিক অগ্নিকাণ্ডে নিহত পক্ষাঘাতগ্রস্ত সুমন কর্মকারের (৪২) পরিবারকে নগদ অর্থ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন শালিখা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
রোববার (১৩ এপ্রিল) বিকালে নিহত সুমন কর্মকারের মা দ্বিপালী রায়ের হাতে নগদ পনের হাজার টাকা ও বিশ কেজি চাউল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, প্রেসক্লাব শালিখার সভাপতি আব্দুর রব মিয়া, শালিখা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ অন্যান্যরা।
নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন নিহত সুমন কর্মকারের মাকে বিধবা ভাতা প্রদান ও ক্ষতিগ্রস্ত ঘর নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রদান করে জানান, ঘটনাটি নিঃসন্দেহে একটি মর্মান্তিক ঘটনা। এ ধরনের ঘটনার যেন পূনরাবৃত্তি না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ করছি পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরাবারকে সরকারি সহযোগিতার আওতাভুক্ত করার আশ্বাস দেন।
বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের মাগুরা ক্যাম্পের মেজর সাফিনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন পূর্বক ক্ষতিগ্রস্ত পরাবারকে চাল, ডাল, তৈলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি দিয়ে সহযোগিতা করেন। পরিদর্শনকালে নিহত সুমন কর্মকারের মায়ের উদ্দেশ্যে মেজর সাফিন বলেন, মা আপনার সন্তান হারিয়েছে এটি কখনোই ভাববন না, উপস্থিত সেনা সদস্যের দেখিয়ে তিনি বলেন, আজ থেকে আমলা সকলেই আপনার সন্তান। উল্লেখ্য এর আগে আজ রোববার সকাল ৯ টায় বৈদ্যুতিক অগ্নিকাণ্ডে প্যারালাইসিসে আক্রান্ত সুমন কর্মকারে নিজ বসত ঘরে আগুনে ঝলসে মৃত্যুবরন করেন।
উল্লেখ্য, নিহত সুমন কর্মকার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত দ্বীলিপ কর্মকারের ছেলে।
কেকে/ এমএস