ঢাকা-টাঙ্গাইল রেল রুটের গাজীপুরের সালনা এলাকায় চিলহাটি এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ওই রুটে উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) আনুমানিক ২:৩০ টায় গাজীপুর মহানগর সদর থানা সালনা এলাকায় চিলাহাটি থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের পিছনে লাগেজ বগি লাইনচ্যুত হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী খোলা কাগজকে জানান, নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি ২:৩০ মিনিটে গাজীপুরের সালনা ব্রিজের কাছে পৌঁচ্ছামাত্রই একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে ঢাকা টাংগাইলে রেল রুটের যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গ চলাচলকারী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তিনি আরো জানান, ‘ট্রেননি উদ্ধারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখনো রিলিফ ট্রেন আসেনি। ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধারের পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরো সময় লাগবে।’
কেকে/ এমএস