শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: ইসরাইলি হামলায় গাজায় ২৪ ঘণ্টায় আরো ৭০ ফিলিস্তিনি নিহত      ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       
দেশজুড়ে
ধর্মীয় মাতুয়া মেলায় ভক্ত-দর্শনার্থীদের ভীড়, পূন্য স্নানে পাপ মোচনের আশা
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৬:০৩ পিএম
ধর্মীয় মাতুয়া মেলায় ভক্ত-দর্শনার্থীদের ভীড়। ছবি : প্রতিনিধি

ধর্মীয় মাতুয়া মেলায় ভক্ত-দর্শনার্থীদের ভীড়। ছবি : প্রতিনিধি

মাতুয়া সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জের লক্ষ্মীখালী এলাকা। ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত বারুণী স্নান ও ধর্মীয় মাতুয়া মেলা। বিশাল পুকুরে পূন্য স্নানের মাধ্যমে পাপ মোচনের আশা করছেন ভক্তরা। বারুণী স্নান ও ধর্মীয় মাতুয়া মেলা উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত ও দর্শনার্থীরা লক্ষ্মীখালী হরিচাঁদ গোপাল ঠাকুরের আশ্রম বাড়িতে আসতে শুরু করেন। ধর্মীয় রীতি অনুযায়ী রাত ১২টায় আশ্রমের সামনে থাকা পুকুরে স্নান শুরু হয়, বৃহস্পতিবার রাত ১ টা ৩৯ মিনিট পর্যন্ত পর্যায়ক্রমে স্নান করবেন ভক্ত দর্শনার্থীরা। এই সময়ে বিশাল পুকুরে কয়েক হাজার নারী পুরুষ গোসল করে পাপ মোচনের চেষ্টা করবেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে আশ্রম এলাকায় ভক্ত-দর্শনার্থীদের উপচে পড়া ভীড় দেখা যায়। আশ্রমে প্রবেশের দুই পাশের দুই সড়ক থেকে ঢাক ঢোল বাজিয়ে, মাতুয়া সম্প্রদায়ের নির্দিষ্ট পতাকা উড়িয়ে দলে দলে ভক্তরা আসছেন এখানে।

পূন্য স্নানের পাশাপাশি কীর্তন গান, ধর্মীয় আলোচনাসহ প্রার্থনা অংশগ্রহন করেন ভক্ত মাতুয়া সম্প্রদায়ের লোকেরা। মাতুয়া সম্প্রদায়ের মূল দর্শণ মানুষের সেবার অংশ হিসেবে ভক্ত ও দর্শনার্থীদের খাবার আয়োজন করেন আশ্রম কর্তৃপক্ষ। এছাড়া বারণ ইচ্ছা নামে আগে তোদের একে অপরের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করতে দেখা যায়। এখানে পূর্ণস্নানের মাধ্যমে তাদের পাপ মোচন হবে। সেই সাথে মানব সেবার মাধ্যমে ঈশ্বরের কৃপা লাভ করা যাবে বলে জানান ভক্তরা।

পূন্য স্নানে পাপ মোচনের আশা

পূন্য স্নানে পাপ মোচনের আশা


গোপালগঞ্জ থেকে আসা সাথী দেবনাথ নামের এক নারী বলেন, ‘কয়েক বছর ধরে এখানে আসি। এখানে আসলে আমরা মানসিক প্রশান্তি অনুভব করি। সবার সাথে দেখা হয়। এছাড়া আমরা বিশ্বাস করি এই পুকুরে যে পূন্যস্নানের ফলে আমাদের পাপ মোচন হয়ে যায়।’

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া এলাকা থেকে আসা অবনি বসু রায় বলেন, ‘আমরা হরিচাঁদ ঠাকুরের অনুসারী। তাই এখানে এসেছি, সবার সাথে দেখা হয়েছে। মৃত্যু পর্যন্ত এই ঠাকুরের আদর্শ মেনে চলতে চাই।’ 

এবারের বারুণী স্নানে বাংলাদেশী মতুয়া সম্প্রদায় ছাড়া পার্শ্ববর্তী দেশ ভারত ও ভুটান থেকে এসেছেন। এবারের ভক্তের সংখ্যা গেল কয়েক বছরের থেকে অনেক বেশি বলে দাবি করেছেন মাতুয়া সম্প্রদায়ের এই নেতারা। 

বাংলাদেশ মাতুয়া মহাসংঘের সহ-সভাপতি রতন কুমার মিত্র বলেন, ‘গেল কয়েক বছরের থেকে এবার ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি অনেক বেশি। ভারত ও ভুটান থেকেও কয়েকটি দল এসেছে। খুবই শান্তিপূর্ণভাবে আমরা এই উৎসব ও ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে পারব আশাকরি। এই বিশাল আয়োজনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সেনাবাহিনী ও স্থানীয় বাসিন্দারা কাজ করেছেন। 

মেলায় শুধু সনাতন ধর্মালম্ভীরা নয়, মুসলমানরাও সহযোগিতার করেছেন। হিন্দু মুসলিমদের এই মেলবন্ধন সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন আশ্রমের গদিনীশিন ঠাকুর সাগর সাধু ঠাকুর। 

তিনি বলেন, ‘এই ধামে ১০৩ বছর ধরে বারুনী স্নান ও ধর্মীয় মাতুয়া মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলায় সবসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদের সহযোগিতা করেন। এবারও তাই করেছেন। স্থানীয় যে মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে তারাও আমাদের সহযোগিতা করেন। দূরদূরান্ত থেকে মাতুয়াদের পাশাপাশি মুসলমানরাও এখানে আসেন। মেলা উপভোগ করেন। সব মিলিয়ে এই মেলাটি সাম্প্রদায়িক সম্প্রতির উৎকৃষ্ট উদাহরণ। ভবিষ্যতেও এধরণের আয়োজন ও সম্প্রতি অব্যাহত থাকবে বলে জানান তিনি।’

ন্যব্রক্ষ্ম হরিচাঁদ ঠাকুরের শুভ আবির্ভাব উপলক্ষে বুধবার শুরু হওয়া এই বারুনী স্নান আনুষ্ঠানিকভাবে শুক্রবার শেষ হবে। তবে মেলা চলবে সপ্তাহব্যাপি। মেলা বিভিন্ন পন্যের পশরা সাজিয়ে বসেছেন ছোটবড় তিন শতাধিক ব্যবসায়ী।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  ধর্মীয় মাতুয়া মেলা   পূন্য স্নান   পাপ মোচন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সাভার প্রেস ক্লাবের সভাপতিকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী সাব্বির গ্রেফতার
সবজির দাম গরিবের নাগালের বাইরে, ডিমের ডজন ১৫৫
নেতানিয়াহু গাজা শহর দখলের অনুমোদন দেবেন
ইসরাইলি হামলায় গাজায় ২৪ ঘণ্টায় আরো ৭০ ফিলিস্তিনি নিহত
মেহেরপুর সীমান্তে আটক বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
নীলফামারীতে বালিকাদের ফুটবল খেলা অনুষ্ঠিত
প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়ানো আ.লীগ নেতা অবশেষে গ্রেফতার

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close